এভাবেই ফিরতে চেয়েছিলেন শিমু
অভিনয় থেকে দূরে অনেক দিন। অনেক ভক্ত তো ভেবেছিলেন, সুমাইয়া শিমু আর ফিরছেন না। সেই ভক্তদেরই ২ষ দিয়ে হঠাৎ চমকে দিলেন অভিনেত্রী। শিমুর কথায়, ‘এভাবেই ফেরার অপেক্ষায় ছিলাম।’ শিমুর খবরাখবর জানাচ্ছেন মনজুরুল আলম
মা হতে চলেছেন, খবরটি শোনার পর একেবারেই অভিনয় থেকে সরে যান সুমাইয়া শিমু। মাঝখানে দু–একবার মন টানলেও ক্যামেরার সামনে দাঁড়ানো সম্ভব হয়নি। একবার একটি ওটিটি প্ল্যাটফর্ম থেকে একই কাজের জন্য কয়েকজনের কাছ থেকে ফোন পান। চরিত্র, পরিচালক, প্ল্যাটফর্ম—সবই পছন্দ হয়। কিন্তু মা হতে চলেছেন যে এ অবস্থায় কী করে অভিনয় করবেন! কারণটা না বলেই না করে দেন শিমু। মন খারাপ করেন পরিচালকেরা। পরে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আবার শিমুকে বলা হয়, তাঁকেই গল্পের জন্য দরকার। তখন এই অভিনেত্রী বুঝিয়ে বললেন। ‘মাতৃত্বকালীন সময়টা ছিল আমার জীবনের সেরা সময়। অভিনয় থেকে দূরে থাকলেও জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় পুরোটাই উপভোগ করেছি,’ বলেন শিমু।
প্রথমবার ওটিটিতে
যমজ সন্তানের মা হওয়ার পর একটু একটু করে নিজেকে গোছাতে থাকেন। ফেরাটা যেন হয় ফেরার মতো, সেটাই ছিল চাওয়া। মাথায় ঘুরছিল ওটিটিতে যুক্ত হওয়ার চিন্তা। কিন্তু চাইলেই তো কোনো চরিত্র, প্ল্যাটফর্ম পাওয়া সম্ভব নয়। তাই অপেক্ষায় ছিলেন। এরপরই যেন সুযোগ মিলে গেল। শিমু বলেন, ‘নুহাশ হুমায়ূনের ষ-এর আগের পর্বগুলো দেখা ছিল। দারুণ কাজ। সেই নুহাশের ইউনিট থেকেই একদিন সিকুয়েলের জন্য ফোন এল। গল্প, চরিত্র এত ভালো লাগল যে মনে হলো, এভাবেই ফেরার অপেক্ষায় ছিলাম। নুহাশের পরিচালনায় প্রথম অভিনয়ে অভিজ্ঞতা অসাধারণ।’
নুহাশকে কাছ থেকে দেখা
ক্যারিয়ারে একবারই হুমায়ূন আহমেদের পরিচালনায় একটি নাটকে অভিনয় করেছিলেন সুমাইয়া শিমু, নাম ‘তৃতীয় নয়ন’। তবে হুমায়ূন আহমেদের বহু নাটক তাঁর দেখা ছিল। সেখান থেকে হুমায়ূন আহমেদের নির্মাণ সম্পর্কে ধারণা ছিল। এবার প্রথমবার নুহাশ হুমায়ূনের সঙ্গে কাজ করলেন। ভেবেছিলেন, সন্তানের মধ্যে বাবার কাজের ছাপ থাকবে। ‘কিন্তু নুহাশের কাজের সঙ্গে কারও কোনো মিল নেই। শুটিংয়ে তার কাজের ধরনই আলাদা। ও এত ছোট কিন্তু কাজের জায়গায় তার অনেক ভালো জানাশোনা। কোনো দৃশ্য থেকে কী চায়, সেটা বোঝাতে পারে। নুহাশ ওর মতো করেই স্বতন্ত্র হয়ে বেড়ে উঠছে। ওর সব কাজেই নিজস্বতার ছাপ থাকে,’ বলেন শিমু।
জয়ার সঙ্গে কী
হঠাৎ গত মাসে জয়া আহসানের সঙ্গে একটি ছবি পোস্ট করেন সুমাইয়া শিমু। একটি পার্কে বসে আছেন দুজন। সে সময় ছবিটি নিয়ে জানতে চাইলে শিমু জানিয়েছিলেন, তাঁরা দীর্ঘদিনের সহকর্মী। সেই সূত্রে বন্ধু। সেভাবেই তাঁরা আড্ডা দিচ্ছিলেন, এ–ই যা। সীতাকুণ্ডের জঙ্গলে বসে থাকার সেই ছবি নিয়ে কেউ কেউ অনলাইনে খবর প্রকাশ করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জয়ার সঙ্গে আড্ডা দিচ্ছেন শিমু। হেসে শিমু বলেন, ‘আমরা একসঙ্গে অভিনয় করছি, এটা বলা বারণ ছিল। যে কারণে বলেছিলাম আড্ডা দিচ্ছিলাম। কোথায়, সেটা বলিনি। পরে জাহাঙ্গীরনগরে আড্ডার খবর দেখে বেশ হাসলাম। ৮৪০ সিনেমার প্রিমিয়ারে দেখা হলে জয়া আপা হেসে বললেন, “জাহাঙ্গীরনগরে ভালোই আড্ডা দিচ্ছ।”’
প্রচারণা থেকে বাদ
গত মাসেই ঘোষণা করা হয় ২ষ-এর মুক্তির তারিখ। সেখানে প্রতিটি পর্ব থেকে সবার ছবি নিয়ে তৈরি হয় পোস্টার। কিন্তু শিমুর কোনো ছবি তাতে ছিল না। দেখে শিমুর মন খারাপ হয়েছিল। ধরে নিয়েছিলেন, তাঁকে হয়তো বাদ দিয়েছে। মুক্তির আগে আলাদা করে প্রমোশন করায় তাই অবাক হন এই অভিনেত্রী। ট্রেলার প্রকাশের পর কোটি ছাড়িয়ে যায় ভিউ। যা তাঁকে অবাক করে, ‘আমি পরে বুঝতে পেরেছি, বিরতির পর ফেরার কারণে আলাদা একটা চমক রেখেছিল প্রযোজনা প্রতিষ্ঠান। সিরিজটি মুক্তির পর অসাধারণ রেসপন্স পেয়েছি। সবাই ওয়েলকাম করছে। এটা ভালো লাগছে,’ বলেন শিমু।
নাটকে ফেরা
নাটক দিয়েই ভক্তদের কাছে পরিচিত শিমু। কিন্তু বর্তমান নাটক দেখে অনেকটাই হতাশ। নাটকে ফেরার আগ্রহও তাই কম। তবে ভালো গল্প আর চরিত্র হলে অভিনয় করতে আপত্তি নেই। শিমু বলেন, ‘নাটকে কতটুকু অভিনয়ের সুযোগ থাকবে, জানি না। কিন্তু এখন ওটিটিতে আলাদা গল্পের কাজ হচ্ছে। ফিল্ম হচ্ছে। সেখানে অভিনয়ের সুযোগ আছে। আগের মতো হয়তো ২৫ দিন অভিনয় করতে পারব না। তবে চরিত্রের গুরুত্ব আছে, আমাকে মানাবে, এমন গল্প এলে কাজ করব।’