বছরের শুরুতেই জমজমাট ওটিটি, রইল বাছাই ৫ সিনেমা–সিরিজের খবর

প্রতি সপ্তাহে ওটিটিতে মুক্তি পায় নানা ধরনের কনটেন্ট। তবে বছরের শুরু বলে কথা। ২০২৫ সালের প্রথম সপ্তাহেই দেশি-বিদেশি প্ল্যাটফর্মগুলোতে রয়েছে জমজমাট আয়োজন। নতুন সিরিজ, ওয়েব সিনেমায় দেখা যাবে জনপ্রিয় সব তারকাকে। একনজরে দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের ওটিটির আয়োজন।

২০২৫ সালের প্রথম সপ্তাহেই দেশি-বিদেশি প্ল্যাটফর্মগুলোতে রয়েছে জমজমাট আয়োজন। কোলাজ

‘২ষ’, চরকি
দুই বছর পর চরকিতে এসেছে বহুল প্রশংসিত সিরিজ ‘পেট কাটা ষ’-এর দ্বিতীয় মৌসুম ‘২ষ’। নুহাশ হুমায়ূনের সিরিজটি এবার মুক্তির পর থেকে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। নির্মাতা জানিয়েছেন, এবার তিনি ভূতের ভয় নয়; বরং সমাজের নানা বাস্তবতার গল্প তুলে ধরে হরর আবহ তৈরি করতে চেয়েছেন। এ পর্যন্ত সিরিজটির তিনটি পর্ব মুক্তি পেয়েছে, গত বুধবার রাতে এসেছে তৃতীয়টি—‘অন্তরা’। অতিপ্রাকৃত বিবাহিত জীবন নিয়ে গড়ে উঠেছে ‘অন্তরা’র গল্প।

‘অন্তরা’র দৃশ্য। চরকির সৌজন্যে

‘পেট কাটা ষ’-এ অভিনয় করেছিলেন অভিনেত্রী নওশাবা। সিরিজের ‘মিষ্টি কিছু’ নামে পর্বে তাঁকে দেখা যায়। অভিনেত্রী জানান, সেই পর্বের একটা ধারাবাহিকতা আছে ‘অন্তরা’ গল্পে। নতুন পর্বে তাঁর চরিত্র রহস্যময়, যা ট্রেলার দেখে অনুমান করা যায়। সেই রহস্য ভাঙতে চাননি অভিনেত্রী। এ পর্বে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন।

‘মিসিং ইউ’, বঙ্গ
হাজার কোটি টাকার নিয়ন্ত্রণ নিতে ধুন্ধুমার কাণ্ড ঘটতে থাকে। টাকা বাগে পেতে গিয়ে শহরের প্রভাবশালী মাফিয়া থেকে রাজনীতিবিদ, শীর্ষ সন্ত্রাসী খুন হন। এত কিছুর পরও কি আদৌ সেই টাকা কারও হাতে আসে? সেই উত্তর খুঁজতে হলে দেখতে হবে ‘ব্ল্যাক মানি’। এমন গল্প নিয়ে প্রতীক্ষিত সিরিজটি মুক্তি পেয়েছে গতকাল। এটি নির্মাতা রায়হান রাফীর প্রথম ওয়েব সিরিজ। বড় পর্দা তো বটেই, গত কয়েক বছরে ওটিটিতে প্রশংসিত বেশ কয়েকটি ওয়েব সিরিজ ও ফিল্ম বানিয়েছেন তিনি। তাঁর নতুন কাজটির ট্রেলার প্রকাশের পরই অন্তর্জালে সাড়া ফেলে। ডার্ক কমেডি ঘরানার সিরিজটির গান নিয়েও চর্চা হয়েছে।

‘ব্ল্যাক মানি’ সিরিজে পূজা চেরী ও সহশিল্পী। ফেসবুক থেকে

‘ব্ল্যাক মানি’ দিয়ে সিরিজে অভিষেক ঘটছে চিত্রনায়িকা পূজা চেরীরও। তিনি ছাড়াও এ সিরিজে দেখা যাবে চিত্রনায়ক রুবেল, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, মুকিত জাকারিয়া, পাভেল প্রমুখকে।

‘মিসিং ইউ’, নেটফ্লিক্স
রহস্য লেখক হারলান কোবেনের ভক্ত ছড়িয়ে আছে বিশ্বজুড়েই। তাঁর উপন্যাস থেকে নির্মিত সিরিজ ‘মিসিং ইউ’ মুক্তি পেয়েছে গত বুধবার। পাঁচ পর্বের সিরিজটির গল্প গোয়েন্দা ক্যাট ডোনোভ্যানকে নিয়ে। হঠাৎই তিনি এক ডেটিং অ্যাপে নিজের প্রেমিককে আবিষ্কার করেন, যিনি ১০ বছরের বেশি সময় ধরে লাপাত্তা! কী ঘটনা, জানতে তদন্তে নামেন, এগিয়ে যায় গল্প। নিমার রশীদ ও ইশার সাহোতার পরিচালনায় এ সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন রোজালিন্ড ইলেজার।

‘মিসিং ইউ’ সিরিজের পোস্টার। আইএমডিবি

মুক্তির পর সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পেলেও ভক্ত-অনুরাগীদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে সিরিজটি।

‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’, ডিজনি প্লাস হটস্টার
এর গল্প প্রভা ও অনু নামের দুই নার্সকে ঘিরে। ভারতের অন্য শহর থেকে কাজের সূত্রে মুম্বাই আসার পর তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এই বন্ধুত্বের গল্প নিয়েই এগিয়েছে সিনেমাটি। গত বছর কান উৎসবে সিনেমাটি গ্রাঁ পি পাওয়ার পর থেকেই শোরগোল পড়ে যায়, পরে তো জায়গা পায় গোল্ডেন গ্লোবেও। ৩০ বছর পর কানের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছিল এই ভারতীয় সিনেমা।

‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সিনেমার দৃশ্য
আইএমডিবি

পায়েল কাপাডিয়ার সিনেমাটিতে অভিনয় করেছেন কানি কুশ্রুতি, দিব্যা প্রভা, ছায়া কদম, ঋধু হারুন।
হিন্দি, মারাঠি ও মালয়ালম ভাষার মিশেলে নির্মিত সিনেমাটির শুটিং হয়েছে মহারাষ্ট্রের মুম্বাই ও রত্মাগিরিতে। আজ রাতে ওটিটিতে মুক্তি পাবে সিনেমাটি।

‘দ্য রিগ ২’, অ্যামাজন প্রাইম ভিডিও
২০২৩ সালের ৬ জানুয়ারি মুক্তি পায় অতিপ্রাকৃত থ্রিলার ঘরানার ছয় পর্বের সিরিজটি। মুক্তির পর দর্শক-সমালোকদের কাছে সাড়া ফেলে সিরিজটি। এরপরই আসে দ্বিতীয় মৌসুমের ঘোষণা। ২ জানুয়ারি এসেছে এটির দ্বিতীয় মৌসুম। পুরো সিরিজ ধারণ করা হয়েছে স্কটল্যান্ডে।

আরও পড়ুন

জন স্ট্রিকল্যান্ড ও অ্যালেক্স হোমস পরিচালিত এ সিরিজে অভিনয় করেছেন লেইন গ্লেন, এমিলি হ্যাম্পশায়ার।