বড় তারকা ছাড়াই যে রেকর্ড গড়ল ‘পঞ্চায়েত’

‘হীরামন্ডি’, ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’, ‘বিগ বস’ থেকে ‘শোটাইম’ চলতি বছর অনেক তারকাবহুল ভারতীয় সিরিজ ও রিয়েলিটি শো মুক্তি পেয়েছে। কিন্তু সবাইকে টপকে শীর্ষ স্থান দখল করেছে অল্প বাজেটে নির্মিত একটি সিরিজ। ডিএনএ অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত।

১ / ৫
সবাইকে টপকে চলতি বছরের প্রথম সাত মাসে ভারতে সবচেয়ে বেশি দেখা সিরিজ হয়েছে অ্যামাজন প্রাইমের ‘পঞ্চায়েত ৩’। আইএমডিবি
২ / ৫
বড় কোনো তারকা নেই, নেই অ্যাকশন বা রোমাঞ্চ, তারপরও দর্শকের মন জয় করে নিয়েছে সিরিজটি। আইএমডিবি
৩ / ৫
ভারতীয় জরিপ প্রতিষ্ঠান ওরম্যাক্স মিডিয়া জানিয়েছে, মুক্তির পর ২৮ দশমিক ২ মিলিয়ন ভিউ হয়েছে ‘পঞ্চায়েত ৩’-এর। আইএমডিবি
আরও পড়ুন
৪ / ৫
তালিকায় দ্বিতীয় স্থানে আছে নেটফ্লিক্সের ‘হীরামন্ডি’, সিরিজটি দেখা হয়েছে ২০ দশমিক ৩ মিলিয়নবার। আইএমডিবি
৫ / ৫
তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে আছে ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ ও ‘বিগ বস ওটিটি ৩’। এই শো দুটি দেখা হয়েছে যথাক্রমে ১৯ দশমিক ৫ মিলিয়ন ও ১৭ দশমিক ৮ মিলিয়নবার। জিও সিনেমা