সহপাঠীকে খুনের দায়ে গ্রেপ্তার কিশোর, কী আছে ‘অ্যাডোলসেন্স’–এ

সিরিজের দৃশ্যইনস্টাগ্রাম থেকে

সহপাঠীকে খুনের দায়ে গ্রেপ্তার হয় ১৩ বছরের কিশোর জেমি মিলার। কিন্তু সে কি সত্যিই খুন করেছে? জেমির পরিবার, এক গোয়েন্দা আর থেরাপিস্ট মারিয়া হন্যে হয়ে সত্যের খোঁজ করে। এ-ই হলো অ্যাডোলসেন্স-এর গল্প।

১৩ মার্চ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে চার পর্বের এই ব্রিটিশ মিনি সিরিজ। মুক্তির পর থেকেই ক্রাইম ড্রামাটির উচ্ছ্বসিত প্রশংসা করছেন সমালোচকেরা। কেবল গল্প, চরিত্র বা অভিনয় নয়; অ্যাডোলসেন্স-এর কারিগরি দিক নিয়েও কথা হচ্ছে। কারণ, এক টেকে ধারণ করা হয়েছে সিরিজটির প্রথম পর্ব।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান সিরিজটিকে ৫-এ ৫ রেটিং দিয়ে বলেছে, এটি প্রায় নিখুঁত কাজ। আবেগ, সত্য আর পারিবারিক বন্ধন মিলিয়ে এটি সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা কাজ।

সিরিজের দৃশ্য
ইনস্টাগ্রাম থেকে

অ্যাডোলসেন্স বানিয়েছেন ফিলিপ বারান্তিনি। এতে জেমি মিলারের চরিত্রে দেখা গেছে ওয়েন কুপারকে। এ ছাড়া আছেন স্টিফেন গ্রাহাম, মার্ক স্ট্যানলি প্রমুখ। এই সিরিজে খুনের দায়ে অভিযুক্ত কিশোরের ভূমিকায় দুর্দান্ত অভিনয় করে আলোচনায় ওয়েন কুপার। নির্মাতা ফিলিপ চলচ্চিত্রবিষয়ক মার্কিন সাময়িকী ভ্যারাইটিকে জানিয়েছেন, এটি ওয়েনের প্রথম অভিনয়। বছরের পর বছর কাজ করে, নিজেদের দক্ষতা বৃদ্ধির অনেক চেষ্টা করেও অনেক শিল্পী যে অভিনয় করতে পারেন না, অবিশ্বাস্যভাবে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়েই সেটা করে দেখিয়েছে ওয়েন।

সিরিজের পোস্টার
নেটফ্লিক্স থেকে

ওয়েন ভ্যারাইটিকে জানায়, ছোটবেলা থেকে সে ফুটবলার হতে চেয়েছে। মাত্র বছর কয়েক হয় অভিনয়ে আগ্রহ তৈরি হয়েছে। সেখান থেকে প্রথম কাজের পরই এত প্রশংসায় কীভাবে প্রতিক্রিয়া জানাবে, বুঝতে পারছে না। ‘সিরিজটি আমি দেখেছি, এটা দুর্দান্ত। আমার পরিবারের সবাই দেখেছে, প্রশংসা করছে। এটা অদ্ভুত একটা অনুভূতি,’ বলে ওয়েন। ওয়ান টেক শটে নির্মিত সিরিজটিতে অভিনয়ের পারফরম্যান্স নিয়ে অনেক কথা হচ্ছে। তবে ওয়েন এত সব কারিগরি বিষয় জানত না। সে মনে করে, এটাই হয়তো তার কাজটা সহজ করে দিয়েছে।

এ সিরিজ ছাড়া আরও কয়েকটি কাজ করেছে ওয়েন, পড়াশোনার সঙ্গে শুটিং সে ভালোই উপভোগ করছে।

আরও পড়ুন