পুরস্কারে ভেদাভেদ চান না

“লেডি চ্যাটার্লি’স লাভার”–এর একটি দৃশ্যে এমা করিন

কয়েক বছর ধরেই লিঙ্গনিরপেক্ষ পুরস্কার অনুষ্ঠানের দাবি করে আসছেন অনেক অভিনয়শিল্পী। সেই দলে এবার যোগ দিলেন ব্রিটিশ তারকা এমা করিন। গত বছর দ্য ক্রাউন–এ প্রিন্সেস ডায়ানা চরিত্রে অভিনয় করে গোল্ডেন গ্লোব জেতা এমা এক সাক্ষাৎকারে বলেছেন, তাঁর চাওয়া বাফটা, অস্কারের মতো বড় পুরস্কারগুলো লিঙ্গনিরপেক্ষ হোক।

২০২১ সালে প্রকাশ্যে নিজেকে নন–বাইনারি বা লিঙ্গনিরপেক্ষ ঘোষণা করেন এমা করিন। যখন তাঁকে লিঙ্গভিত্তিক কোনো ক্যাটাগরিতে মনোনীত করা হয়, তখন ব্রিবত বোধ করেন, বলেছেন তিনি। এটিও জানান, শুটিংয়ে বা অন্য কোথাও যখন নারী হিসেবে সম্বোধন করা হয়, সেটিও তাঁকে অস্বস্তিতে ফেলে।

“লেডি চ্যাটার্লি’স লাভার”–এর একটি দৃশ্যে এমা করিন

এমা করিন এখন আলোচনায় লেডি চ্যাটার্লি’স লাভার–এ অভিনয়ের জন্য। যৌনতার খোলামেলা বিবরণের জন্য প্রকাশের পর থেকেই আলোচনায় ডি এইচ লরেন্সের এই উপন্যাস। সেই উপন্যাস অবলম্বনে নেটফ্লিক্সে একই নামের নতুন সিনেমা মুক্তি পেয়েছে গত ২৫ নভেম্বর। সিনেমাটিতে লেডি চ্যাটার্লি ও অলিভার মেলোর্স চরিত্রে অভিনয় করেছেন এমা করিন ও জ্যাক ও’কনেল।

নেটফ্লিক্সের আলোচিত সিরিজ ‘দ্য ক্রাউন’-এর চতুর্থ কিস্তিতে প্রিন্সেস ডায়নার চরিত্রে অভিনয় করে রাতারাতি পরিচিতি পান এমা করিন
ইনস্টাগ্রাম

সিনেমার নাম যখন লেডি চ্যাটার্লি’স লাভার, তখন সেটি নিয়ে আলোচনা হবে না, তা কি হয়! যথারীতি মুক্তির পর বিভিন্ন সাক্ষাৎকারে নগ্ন দৃশ্যে অভিনয় নিয়ে এমাকে কথা বলতে হয়েছে। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘ওয়েলসের গ্রামীণ পরিবেশে সম্পূর্ণ নগ্ন হতে আপনাকে ঠিক “অভিনয়” করতে হয় না। আপনাকে সিনেমার চরিত্র হয়ে উঠতে হবে। চরিত্রটি যেভাবে ভাবছে, সেভাবেই ভাবতে হবে।’ তিনি আরও বলেন, সিনেমাটিতে অভিনয় তাঁর জীবনের সবচেয়ে আনন্দদায়ক ঘটনা।

“লেডি চ্যাটার্লি’স লাভার”–এর একটি দৃশ্যে এমা করিন

এটি ছাড়াও গত মাসেই মুক্তি পেয়েছে আরেকটি রোমান্টিক ঘরানার সিনেমা মাই পুলিশম্যান। প্রশংসিত হয়েছে এমার অভিনয়।

আরও পড়ুন