অনেক বাধা পেরিয়ে আসছে ‘চক্র’

‘চক্র’ সিরিজের পোস্টার। নির্মাতার ফেসবুক থেকে

ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্য ‘আত্মহত্যা’ করেছিলেন ১৭ বছর আগে। আলোড়ন তোলা সেই ঘটনা থেকে প্রেরণা নিয়ে চিত্রনাট্য তৈরি করেছেন নির্মাতা ভিকি জাহেদ। সত্যি ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত সেই ওয়েব সিরিজ ‘চক্র; আইস্ক্রিনে মুক্তি পাবে ১০ অক্টোবর বেলা তিনটায়। আজ শনিবার এক সাংবাদিক সম্মেলনে আইস্ক্রিন অরিজিনালে ওয়েব সিরিজটি মুক্তির তারিখ ঘোষণা করা হয়।

গতকাল চ্যানেল আই ভবনে আয়োজিত অনুষ্ঠানে সিরিজটির পরিচালক ছাড়া আরও উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, ইস্পাহানি টি–লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান ও সিরিজের প্রধান দুই অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ।

অনুষ্ঠানে ভিকি জাহেদ বলেন, ‘একই পরিবারের ৯ জন ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা ঘটনার পেছনের মূল কারণ সেভাবে সামনে আসেনি। একেক জন একেক রকমভাবে ভেবে নিয়েছিলেন। আমরাও আমাদের জায়গা থেকে সেই গল্পের সঙ্গে মিল রেখে কাল্পনিক একটি গল্প সিরিজে দেখানোর চেষ্টা করেছি।’

‘চক্র’–এর দৃশ্য। নির্মাতার সৌজন্যে

এ সিরিজ নির্মাণ করতে গিয়ে অনেক প্রতিবন্ধকতা পার করতে হয়েছে বলেও জানান এই তরুণ নির্মাতা। ঘটেছে বিচিত্র সব ঘটনা, একটানা শুটিং করতে পারেননি। দীর্ঘদিন ধরে দৃশ্যধারণের কাজ শেষ হলেও বাকি সব কাজ শেষ করতে পারছিলেন না।

ভিকি জাহেদ বলেন, ‘কাজটি করতে গিয়ে অনেক সহকর্মীকে হারিয়েছি। শুটিং শুরু করার পর চিত্রগ্রাহক জাহিদ হোসেন সড়ক দুর্ঘটনায় মারা যান। লাইন প্রডিউসার মাসুদুল মাহমুদ রোহানকে হারালাম। কোনো একটা প্রজেক্টের সঙ্গে জড়িত এতগুলো মানুষ একে একে চলে গেছেন, এমন নজির বোধ হয় আর নেই। এই ধাক্কাটুকু সামলে উঠতেই খুব কষ্ট হয়েছে আমার। এমনও হয়েছে একজনকে নিয়ে শুট করেছি, কিছুদিন পর শুনি তিনি আর নেই। এরপর যখন আবার ওই চরিত্রে নতুন কাউকে নিয়ে আবার করলাম। তার কিছুদিন পর দেখি তিনিও নেই। চলতি বছরের শুরুর দিকে কাজটি শেষ করি।’

আরও পড়ুন

এত বাধা পেরিয়ে শেষ পর্যন্ত আলোর মুখ দেখছে ‘চক্র’। এতেই তিনি আনন্দিত।