শুটিং জমেছে, পর্দায় কতটা জমবে গোয়েন্দাগিরি

চঞ্চল চৌধুরীছবি: সংগৃহীত

তখন কলেজে পড়েন ভিকি জাহেদ। মনপুরা সিনেমায় অভিনয় করে তরুণ মনে জায়গা করে নেন চঞ্চল চৌধুরী। সেই থেকে চঞ্চলের ভক্ত ভিকি। একসময় নাটক, মিউজিক ভিডিও বানানো শুরু করেন। পরিচালনা শুরুর পর দীর্ঘদিন ধরেই মনে ইচ্ছা ছিল, পছন্দের এই অভিনেতাকে নিয়ে নির্মাণ করা। চঞ্চলেরও তরুণ নির্মাতা হিসেবে ভিকিকে পছন্দ। অনেক দিনের ইচ্ছা ছিল তরুণ এই নির্মাতার সঙ্গে কাজ করার। হয়ে ওঠেনি। অবশেষে ব্যাটে–বলে মিলেছে, তাঁরা এবার একসঙ্গে ওয়েব সিরিজে কাজ করছেন।
নতুন প্রকল্পটি নিয়ে শুটিংয়ের পর থেকেই পরিচালক, কলাকুশলী সবার মুখ বন্ধ। কেউ যেন এ বিষয়ে জানতে না পারেন, শুটিংয়ের বাইরের কেউ সেটে ঢুকতেও না পারেন; সে জন্য সব সময় গোয়েন্দাদের মতো চোখ রাখতে হয়েছে! চঞ্চলকেও কড়া নির্দেশ, কিছুই বলা যাবে না। গোয়েন্দাগিরি করতে এবার পর্দায় আসছেন, ব্যস, এটুকুই বললেন চঞ্চল। জানা গেল, শুটিংয়ে বেশ জমেছিল এই তরুণ পরিচালক ও অভিজ্ঞ অভিনয়শিল্পীর। পর্দায় কতটা জমবে, সেটাই এখন দেখার বিষয়।

চঞ্চলের কাছে জানতে চাই, এর আগেও তো গোয়েন্দা চরিত্রে আপনাকে দর্শক দেখেছেন? এবার নতুন কী থাকবে? ‘আমি এই মুহূর্তে চরিত্র নিয়ে কিছু বলতে চাই না। তবে গোয়েন্দা চরিত্র হলেও সেখানে নতুন কিছু থাকবে। এই গল্পে নতুন অনেক কিছু রয়েছে। মানসিক দ্বন্দ্ব রয়েছে। ভিকি আলাদা প্যাটার্নে গল্প বলে। গোয়েন্দা হয়ে নতুন চরিত্র, নতুন গল্পেই পর্দায় হাজির হচ্ছি। যে চরিত্রে আমি আগে কাজ করিনি,’ বলেন চঞ্চল চৌধুরী।

ভিকি জাহেদ– চঞ্চল চৌধুরী
ফেসবুক থেকে

ওটিটি প্ল্যাটফর্মে জনপ্রিয়তার দিক থেকে অভিনেতা হিসেবে এগিয়ে রয়েছেন চঞ্চল। অন্যদিকে পরিচালক হিসেবে ভিকি জাহেদ। দুজন এবার প্রথম একসঙ্গে কাজ করছেন। কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে চঞ্চল জানান, ভিকির কাজগুলোর সঙ্গে তাঁর আগে থেকেই পরিচয় রয়েছে। ভিকি কাজে নিজস্বতা ধরে রেখেছেন। কাজগুলো আলাদা করে চেনা যায়।

কাজের অভিজ্ঞতা নিয়ে চঞ্চল বলেন, ‘পরিচালকদের সঙ্গে শিল্পীদের একটা সুন্দর সম্পর্ক থাকতে হয়। সেটা বোঝাপড়ার জায়গায় ভালো। প্রথমবার কাজ করতে গিয়ে চমৎকার একটা সম্পর্ক তৈরি হয়েছে। কোনো দূরত্ব রাখিনি। কোনো বিষয় নিয়ে আমরা আলাপ করলে দেখা যেত যে ভিকিও একইভাবে ভেবেছে। প্রজেক্ট নিয়ে চিন্তার জায়গায় আমাদের অনেক মিল ছিল। আর ভিকি এই সময় ভালো কাজ করছে, জানাশোনা নির্মাতা। বাকিটা দর্শক বলবে।’

চঞ্চল চৌধুরী
কবির হোসেন

চঞ্চলের সঙ্গে ভিকিরও এটাই প্রথম কাজ। শুরু থেকেই এটা নিয়ে চাপের মধ্যে রয়েছেন ভিকি। তিনি জানান, কাজের আগে যেমনটি ভেবেছেন, তেমনটি নন চঞ্চল চৌধুরী। অমায়িক অভিনেতা তিনি। প্রথমবার ফোনে কথার বলার পর থেকেই তাঁদের পরিচয় দিন দিন বেড়েছে। পরে বোঝাপড়া ফল পর্দায় পেয়েছেন। পুরো সময় তিনি চরিত্র নিয়ে থেকেছেন। চঞ্চল চৌধুরীর সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে ভিকি বলেন, অনেক দিন ধরে মনে ইচ্ছা ছিল, চঞ্চল ভাইয়ের সঙ্গে কাজ হবে। এটা গতানুগতিক কোনো থ্রিলার নয়। এখানে চঞ্চল ভাইয়ের মনোস্তাত্ত্বিক একটা যাত্রার মধ্য দিয়ে যেতে হবে। এ ধরনের গল্প খুব একটা হয়নি।

প্রথম দেখায় চঞ্চলের কাছ থেকে ভিকি প্রশংসা শুনেছেন, ‘তোমার কাজ আমার অনেক ভালো লাগে। আমি চাইছিলাম তোমার সঙ্গে কাজ হোক।’ চঞ্চলের মতো বড় একজন অভিনেতার মুখে এ কথা শুনে বেশ অবাক হয়েছেন এই নির্মাতা। জাহেদ আরও বলেন, ‘চঞ্চল ভাই কিন্তু অনেক থ্রিলারে অভিনয় করেছেন। আমিও কিছু কাজ করেছি। সেখানে দর্শক গল্পের সঙ্গে এবার আলাদা একটি জার্নির মধ্য দিয়ে যাবেন। অনেকেই দেখলাম ইচ্ছেমতো লিখেছেন, সিরিয়াল খুনের গল্প। সেটা নয়। বাকিটা আমরা এখন জানাতে চাই না।’

ভিকি জাহেদ
সংগৃহীত

ঢাকা ও ঢাকার বাইরে ওয়েব সিরিজটির শুটিং হয়েছে। অল্প কিছু দৃশ্যায়ন এখনো বাকি। এখন কাটাকাটির টেবিলে ব্যস্ত ভিকি জাহেদ। জানা গেল, আগামী ঈদে এটি হইচইতে মুক্তি পাবে। চঞ্চল চৌধুরী, দীপা খন্দকার ছাড়া আরও অনেকে এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন। ওয়েব সিরিজের নাম এখনো চূড়ান্ত হয়নি।