মুক্তি পেয়েছে ‘প্রচলিত’, চলতি সপ্তাহে ওটিটিতে আর কী দেখবেন

‘রিংটোন’–এ মোস্তফা মন্ওয়ার। চরকি
প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।

প্রচলিত
ধরন: সিরিজ
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: চলমান
সমাজে যেসব কথা লোকমুখে প্রচারিত, সেগুলো নিয়ে চরকির নতুন সিরিজ ‘প্রচলিত’। প্রতি বৃহস্পতিবার মুক্তি পাবে মো. আবিদ মল্লিক পরিচালিত পাঁচ পর্বের সিরিজটির একটি করে নতুন পর্ব।

‘রিংটোন’–এর পোস্টারে মোস্তফা মন্ওয়ার। চরকি

সেই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে প্রথম পর্ব রিংটোন। একটি মুঠোফোনের সংযোগ চালু নেই। কিন্তু সেটাতে রিং বাজছে। কে কল করছে? কেন কল আসছে? কী চাইছে? এমন গল্প নিয়ে নির্মিত রিংটোন-এ অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার ও অশোক ব্যাপারী।

দুর্গ রহস্য
ধরন: সিরিজ
স্ট্রিমিং: হইচই
দিনক্ষণ: চলমান
ব্যোমকেশ বক্সীকে নিয়ে লেখা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বহুল পঠিত উপন্যাস দুর্গ রহস্য অবলম্বনে একই নামে ওয়েব সিরিজ বানিয়েছেন সৃজিত মুখার্জি। বৃহস্পতিবার সিরিজটি মুক্তি পেয়েছে হইচইয়ে।

‘দুর্গ রহস্য’–এর দৃশ্য। ফেসবুক থেকে

এতে ব্যোমকেশের চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, অজিতের চরিত্রে দেখা গেছে রাহুল বন্দ্যোপাধ্যায়কে। এ ছাড়া সত্যবতী চরিত্রে আছেন সোহিনী সরকার। সিরিজটি মুক্তির আগে অনির্বাণ জানিয়েছেন, এরপর আর ব্যোমকেশ চরিত্রে অভিনয় করবেন না তিনি।

কালা পানি
ধরন: সিরিজ
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
রহস্যে ঘেরা আন্দামান দীপপুঞ্জ ও সেলুলার জেলের পটভূমিকায় সার্ভাইভ্যাল থ্রিলার সিরিজটি বানিয়েছেন সমীর সাক্সেনা ও অমিত গোলানি।

ওয়েব সিরিজ কালা পানির দৃশ্য। ছবি: আইএমডিবি

সাত পর্বের সিরিজটিতে অভিনয় করেছেন আশুতোষ গোয়ারিকর, মোনা সিং, আরুশি শর্মা, অ্যামি ওয়াগ প্রমুখ।

দ্য আদার জোয়ি
ধরন: সিনেমা
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
সারা জ্যানদিয়ে পরিচালিত রোমান্টিক কমেডি সিনেমা। গল্প এগিয়েছে পড়াশোনায় বেশ সিরিয়াস এক তরুণী জোয়ি মিলারকে নিয়ে। প্রেম–ভালোবাসা নিয়ে তাঁর মোটেও আগ্রহ নেই। তবে তাঁর জীবন আমূল বদলে যায় স্কুলের ফুটবল তারকা জ্যাকের সঙ্গে পরিচয়ের পর। স্মৃতিভ্রম হওয়ার পর জ্যাক ভুল করে জোয়িকেই নিজের প্রেমিকা মনে করে। এরপর কী হয়, তা নিয়ে এগিয়েছে সিনেমার গল্প। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জোসেফিন ল্যাংফোর্ড ও ড্রিউ স্টারকি।

দ্য পিজন টানেল
ধরন: তথ্যচিত্র
স্ট্রিমিং: অ্যাপল টিভি প্লাস
দিনক্ষণ: চলমান
জনপ্রিয় ব্রিটিশ লেখক জন ল্য কারের জীবন ও কাজ নিয়ে তথ্যচিত্র। এই লেখক শীতল যুদ্ধের প্রেক্ষাপটে গুপ্তচরদের নিয়ে উপন্যাস লিখে ব্যাপক পরিচিতি পান। তথ্যচিত্রটি বানিয়েছেন এরল মরিস। গত মাসে টরন্টো চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর তথ্যচিত্রটি প্রশংসিত হয়।