মেহজাবীন, ববি, আদরের সিনেমা, ওটিটি আরও যা দেখবেন
প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।
‘প্রিয় মালতী’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: চলমান
গত ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তির পর প্রশংসিত হয় শঙ্খ দাশগুপ্তের সিনেমাটি। এরই মধ্যে সিনেমাটি প্রদর্শিত হয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায়।
পরে ঢাকা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানোরামা সেকশনে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে ছবিটি। এবার সিনেমাটি দেখা যাচ্ছ ওটিটিতে। গতকাল রাত আটটায় এটি মুক্তি পেয়েছে চরকিতে। এ ছবিটি দিয়েই বড় পর্দায় অভিষেক হয়েছে মেহজাবীন চৌধুরীর।
‘জীবন জুয়া’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: বঙ্গ
দিনক্ষণ: ৭ ফেব্রুয়ারি
অ্যানথোলজি সিনেমা জীবন জুয়া। ‘খোয়াব’, ‘প্রিয় প্রাক্তন’ ও ‘ফিল্ম কানন’ এই তিন গল্প দিয়ে সাজানো হয়েছে সিনেমাটি।
প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি পাচ্ছে প্রকল্পটি। এটি পরিচালনা করেছেন আবুল খায়ের চাঁদ। আজ মুক্তি পাচ্ছে প্রথম পর্ব ‘খোয়াব’। এতে অভিনয় করেছেন আদর আজাদ, ববি, সুমন আনোয়ার, সাঞ্জু জন।
‘লাভ ইউ টু ডেথ’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যাপল টিভি প্লাস
দিনক্ষণ: চলমান
রাউল সদ্যই জানতে পেরেছে, সে ক্যানসারে আক্রান্ত। মার্তার অবশ্য সুখবর আছে, সে মা হতে চলেছে। স্কুলের এক সহপাঠীর শেষকৃত্য অনুষ্ঠানে পরিচয় হয় রাহুল ও মার্তার। এরপর বন্ধুত্ব; দুজনের সম্পর্কের নানা দিক নিয়ে তৈরি হয়েছে এই স্প্যানিশ সিরিজ। সাত পর্বের রোমান্টিক ড্রামা সিরিজটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ভেরোনিকা এচেগুই, লেটিসিয়া ডোলেরা। এটি পরিচালনা করেছেন ডানি ডে লা ওরডেন ও ওরিওল পেরেজ আলকারেজ।
‘নিউটোপিয়া’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: ৭ ফেব্রুয়ারি
সদ্যই এক প্রেমিক যুগলের বিচ্ছেদ হয়েছে। সব ভুলে আবারও পুনর্মিলনের সিদ্ধান্ত নেয় তারা। কিন্তু বিধিবাম! তখনই শহরে শুরু হয় জম্বিদের উৎপাত। এমন গল্প নিয়ে রোমান্টিক ফ্যান্টাসি সিরিজটির মূল আকর্ষণ জিসু।
আলোচিত কোরীয় ব্যান্ড ব্ল্যাকপিংকের এই সদস্যকে সিরিজটিতে প্রধান চরিত্রে দেখা যাবে, আরও আছেন পার্ক জেওয়ং-মিন। এটি নির্মাণ করেছেন ইয়ুন সাং-হেউন।
‘দ্য গ্রেটেস্ট রাইভালারি: ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান’
ধরন: তথ্যচিত্র
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: ৭ ফেব্রুয়ারি
রাজনৈতিক কারণে ভারত-পাকিস্তানের খেলা এখন যায় না, ভরসা কেবল আইসিসির টুর্নামেন্ট। তবে এই দুই দল মাঠে নামলে মাঠের বাইরেও ছড়িয়ে পড়ে সেই উত্তাপ। ক্রিকেট মাঠে ভারত ও পাকিস্তানের এই বহুল চর্চিত দ্বৈরথ নিয়েই নির্মিত হয়েছে তথ্যচিত্র। তথ্যচিত্রটিতে দেখা যাবে সুনীল গাভাস্কার, সৌরভ গাঙ্গুলী, বীরেন্দর শেবাগ, রমিজ রাজা, ওয়াকার ইউনিস, শোয়েব আখতারদের