এবার অভিনয়ে স্বীকৃতি

সেলেনা গোমেজ। ছবি: ইনস্টাগ্রাম

সেলেনা গোমেজ গানের মানুষ। ব্যক্তিগত সম্পর্কের ঝামেলাসহ শারীরিক ও মানসিক নানা ধরনের অসুস্থতার কারণে কয়েক বছর ধরে সেভাবে তাঁকে গানে পাওয়া যায়নি। তবে জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্ক চুকেবুকে যাওয়ার পর নতুন করে শুরুর ঘোষণা দিয়েছিলেন সেলেনা। সেই নতুন শুরু হয়েছে; তবে গানে নয়, অভিনয়ে। এবার অভিনয়ের জন্য সেলেনা গোমেজ বাগিয়েছেন তাঁর প্রথম ‘গোল্ডেন গ্লোব’ মনোনয়ন।
সম্প্রতি ঘোষণা করা হয় ৮০তম গোল্ডেন গ্লোব মনোনয়ন, যেখানে ‘বেস্ট পারফরম্যান্স বাই অ্যান অ্যাকট্রেস ইন আ টেলিভিশন সিরিজ-মিউজিক্যাল অর কমেডি’ ক্যাটাগরিতে মনোনীত হন সেলেনা। এটা তিনি পেয়েছেন বহুল প্রশংসিত সিরিজ ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-এর জন্য। সিরিজে ‘মাবেল মোরা’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। কেবল এই ক্যাটাগরিতেই নয়, সিরিজটি আরও চার ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে।

মিস্ট্রি–কমেডি ধরনের সিরিজের এখন পর্যন্ত দুটি সিজন প্রচারিত হয়েছে। কয়েক বছর আগে দেওয়া সাক্ষাৎকারে সেলেনা বলেছিলেন, দর্শকদের জন্য ভালো ভালো কনটেন্ট প্রযোজনা করতে চান তিনি, ভালো চরিত্র পেলে অভিনয়েও নিয়মিত হতে চান।

সেলেনা গোমেজ

গোল্ডেন গ্লোবে মনোনয়ন নিঃসন্দেহে এ কাজে তাঁকে আরও উৎসাহিত করবে। তবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিততে শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সেলেনা গোমেজকে। কারণ, তাঁকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে কুইন্টা ব্রানসন, কেইলি কোকো, জেনা ওরতেগার মতো অভিনেত্রীর সঙ্গে।

আগে দেওয়া এক সাক্ষাৎকারে ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-এ অভিনয় প্রসঙ্গে সেলেনা বলেছিলেন, এই সিরিজ তাঁর জীবন বদলে দিয়েছে। তিনি আরও বলেন, ‘এই চরিত্র পাওয়া একটা বড় সুযোগ। এরপর যা করার ছিল, দুর্দান্ত সব অভিনেতার কাছে একধরনের আত্মসমর্পণ করা, এটিই আমাকে এ পর্যায়ে নিয়ে এসেছে।’

সেলেনা গোমেজ। ছবি: ইনস্টাগ্রাম

সেলেনা গোমেজ ছাড়াও সিরিজে আরও অভিনয় করেছেন মার্টিন শট, স্টিভ মার্টিন, কারা ডেলেভিন প্রমুখ। সেলেনা এখন সিরিজের তৃতীয় কিস্তির প্রস্তুতি নিচ্ছেন।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন