দেখতে পারেন এই ৫ সিরিজ, সিনেমা
প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।
‘আইসি ৮১৪ দ্য কান্দাহার হাইজ্যাক’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
১৯৯৯ সালে কাঠমান্ডু থেকে উড্ডয়নের পর একটি ভারতীয় বিমান ছিনতাই হয়। তোলপাড় হয়ে যাওয়া সেই ঘটনা অবলম্বনে এই ক্রাইম-থ্রিলার সিরিজটি বানিয়েছেন অনুভব সিনহা। সিরিজটি মুক্তির পর থেকেই দর্শকদের প্রশংসা পাচ্ছে।
এতে বৈমানিকের চরিত্রে অভিনয় করেছেন বিজয় ভার্মা। অন্যান্য চরিত্রে দেখা গেছে নাসিরউদ্দিন শাহ, পঙ্কজ কাপুর, কুমুদ মিশ্র, দিয়া মির্জা প্রমুখকে।
‘দ্য লর্ড অব দ্য রিংস: দ্য রিংস অব দ্য পাওয়ার’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
ফ্যান্টাসি সিরিজটির নতুন মৌসুমের প্রথম তিন পর্ব মুক্তি পেয়েছে গতকাল। বাকি পাঁচ পর্ব পর্যায়ক্রমে মুক্তি পাবে আগামী ৩ অক্টোবর পর্যন্ত। ‘দ্য হবিট’ ও ‘দ্য লর্ড অব দ্য রিংস’–এর এক হাজার বছর আগের প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে এই সিরিজ। এতে অভিনয় করেছেন সোফি নমভেতে, মর্ফিড ক্লার্ক, রবার্ট আরামাও প্রমুখ।
‘গডজিলা এক্স কং: দ্য নিউ এম্পায়ার’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: জিও সিনেমা
দিনক্ষণ: ৩০ আগস্ট
চলতি বছরের ২৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায় গডজিলা ফ্র্যাঞ্চাইজির ৩৮তম এবং কিং কং ফ্র্যাঞ্চাইজির ১৩তম সিনেমাটি। এবার এটি আসছে ওটিটিতে। সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে ভালো ব্যবসা করেছে ছবিটি। এতে অভিনয় করেছেন রেবেকা হল, ড্যান স্টিভেন্স, অ্যালেক্স ফার্নস প্রমুখ।
‘কে-পপ আইডলস’
ধরন: তথ্যচিত্র
স্ট্রিমিং: অ্যাপল টিভি প্লাস
দিনক্ষণ: ৩০ আগস্ট
আপনি যদি কে-পপের ভক্ত হন, তবে ছয় পর্বের এই সিরিজ তথ্যচিত্রটি আপনার জন্যই। এতে হালের আলোচিত ব্যান্ড গ্র্যাভিটি, ব্ল্যাকসোয়ান, গায়িকা জেসিসহ অনেককে নিয়ে বিস্তারিত তথ্য আছে।