‘বাজি’ নিয়ে আসছেন তাহসান, মিথিলা

গতকাল সন্ধ্যায় ঢাকার এক ক্লাবে বাজি সিরিজের ট্রেলার প্রদর্শনের আয়োজনে সিরিজের প্রযোজক, নির্মাতা ও শিল্পীরাছবি: তানভীর আহাম্মেদ

চরকির অরিজিনাল সিরিজ ‘বাজি’ দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক ঘটছে তারকা অভিনেতা তাহসান খানের। এতে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে তাঁকে। সিরিজে তারকা অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাও রয়েছেন। একসময়ের আলোচিত জুটি তাহসান-মিথিলাকে দীর্ঘদিন পর একসঙ্গে কোনো সিরিজে পাওয়া যাবে। সিরিজটি পবিত্র ঈদুল আজহায় চরকিতে মুক্তি পাবে। এটি নির্মাণ করেছেন আরিফুর রহমান। ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরেই গড়ে উঠেছে ওয়েব সিরিজ ‘বাজি’র গল্প।

‘বাজি’ নির্মাণ করেছেন আরিফুর রহমান
ছবি: চরকি

প্রায় দুই যুগের দীর্ঘ ক্যারিয়ারে ব্যান্ড ও একক মিলিয়ে ১১টি অ্যালবাম করেছেন তাহসান। নাটক ও চলচ্চিত্র মিলিয়ে প্রকাশিত গানের সংখ্যা প্রায় ২০০। গানের পাশাপাশি তাঁকে অভিনয়েও দেখা গেছে; করেছেন টিভি নাটক ও চলচ্চিত্র। তাহসান বলেন, ‘প্রায় দুই বছর বিরতির পর কাজে ফিরেছি। মাঝখানে অনেক কাজের প্রস্তাব পেলেও করিনি। চরকি ও আরিফের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর কাজটা পছন্দ করেছি। নির্মাতা অনেক পরিশ্রম করেছেন।’
সহশিল্পীদের নিয়ে তাহসান বলেন, ‘মিথিলা অনেক গুণী অভিনেত্রী। দীর্ঘদিন পর আমরা একসঙ্গে কাজ করেছি। যদিও সাত পর্বের সিরিজে একটা দৃশ্যে আমাদের দেখা হবে।’ তাহসানের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন মিম মানতাশা। মিম, অর্ষাসহ আরও শিল্পীদের প্রশংসা করেছেন তাহসান।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার একটি ক্লাবে তারকাবহুল এই সিরিজের ট্রেলার প্রকাশ করেছে চরকি। সংবাদ সম্মেলনে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি, সিরিজের নির্বাহী প্রযোজক আরিক আনাম খান, নির্মাতা আরিফুর রহমান, অভিনেতা তাহসান খান, মিথিলা, অর্ষা, মিম মানতাশা, পার্থ শেখসহ অনেকে উপস্থিত ছিলেন। সিরিজটি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তাঁরা।
সাসপেন্স ড্রামা ঘরানার এ সিরিজে তাহসান ও মিথিলা ছাড়াও অভিনয় করেছেন মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহার। পরিচালক আরিফুর রহমান বলেন, ‘যত্ন নিয়ে নিজেদের সবটুকু দিয়েই বানানো হয়েছে ‘বাজি’। অভিনয়শিল্পী থেকে কলাকুশলী—সবারই চেষ্টা ছিল দর্শকদের ভিন্ন কিছু দেওয়ার। আশা করছি, সবার ভালো লাগবে সিরিজটি।’ তাঁর ভাষ্যে ‘আমরা ক্রিকেট খেলে, দেখে বড় হয়েছি। সিরিজটা দর্শকেরা রিলেট করতে পারবেন।’

তাহসান
ছবি: সংগৃহীত

এর আগে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে তাহসান বলেছিলেন, গানে মনোযোগী হতেই অভিনয় কমিয়ে দিয়েছেন তিনি। তাহসান বলেছিলেন, ‘এখন কনসার্ট বেশি হচ্ছে। গান করার সুযোগ অনেক বাড়ছে। আমার কাছে মনে হয়েছে, গান থেকে অনেক বেশি ভালোবাসা পেয়েছি। গানেই আরও বেশি সময় দেওয়া দরকার। তা ছাড়া এখন বাংলাদেশের অডিও ভিজ্যুয়াল মাধ্যমে অনেক পরিবর্তন এসেছে। সে কারণেই মনে হয়েছে, নাটক অনেক করে ফেলেছি, আর নয়। এখন নাটক থেকে বিরতি নিচ্ছি। আবার যখন নতুন করে ফিরব, তখন ভালো আরও কিছু নাটক করব। কিন্তু এখন পুরোপুরি গানেই সময় দেব।’
এর আগে ‘একাত্তর’, ‘মন্টু পাইলট ২’, ‘মাইশেলফ অ্যালেন স্বপন’সহ বেশ কয়েকটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন মিথিলা। ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’ ছবিতে কঙ্কণদাসী চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন মিথিলা।

মিথিলা
ছবি: সংগৃহীত

বাজিতে মিথিলা একজন ক্রীড়া সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন। মিথিলা বলেন, ‘ট্রেলারটা প্রথমবার দেখলাম। খুব ভালো লেগেছে। ক্রিকেট নিয়ে প্রথম কোনো সিরিজ। আরিফের প্রথম ওয়েব সিরিজ। তাহসানের প্রথম ওয়েব সিরিজ। আশা করছি, সিরিজটি ভালো লাগবে।’
সিরিজে অভিনয় প্রসঙ্গে রাফিয়াত রশিদ মিথিলা বলেন, ‘চরকির সঙ্গে এর আগেও কাজের অভিজ্ঞতা ভালো আর এবার আরও ভালো কিছু হবে, অন্য রকম একটা গল্পে আরিফুর রহমানের পরিচালনায় কাজের অভিজ্ঞতাটাও বেশ ইন্টারেস্টিং।’

আরও পড়ুন