‘মেড ইন হ্যাভেন’–এর দ্বিতীয় সিজনে যেসব চমক থাকছে
পরকীয়া, সমকামিতা, প্রেম, বিবাহ, বিচ্ছেদ, প্রতারণা—এসব নানা বিষয় উঠে এসেছে ‘মেড ইন হ্যাভেন’ ওয়েব সিরিজটিতে। অ্যামাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় এই সিরিজের দ্বিতীয় সিজন আসতে চলেছে। এই সিজনে বেশ কিছু নতুন মুখ দেখা যাবে। গল্পও নতুন মোড় নেবে। এ ছাড়া আরও নানা চমকে ভরপুর থাকবে দ্বিতীয় সিজনে।
চার বছরের দীর্ঘ অপেক্ষার পর ১০ আগস্ট দেখা যাবে ‘মেড ইন হ্যাভেন টু’।
গত মঙ্গলবার মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে রীমা কাগতি ও জোয়া আখতার-সৃষ্ট এই সিরিজের ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিম সরাভ, মোনা সিং, সবিতা ধুলিপালা, অর্জুন মাথুর, ত্রিনেত্রা হালদার, জোয়া আখতার, রীমা কাগতিসহ আরও অনেকে।
‘মেড ইন হ্যাভেন টু’ বেশ কিছু নতুন চরিত্রের জন্ম নেবে। এ রকমই এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ‘থ্রি ইডিয়েটস’, ‘লাল সিং চাড্ডা’ অভিনেত্রী মোনা সিংকে।
ট্রেলার মুক্তির অনুষ্ঠানে মোনা বলেন, ‘এটা অত্যন্ত জনপ্রিয় এক সিরিজ। এই সিরিজের সঙ্গে বড় বড় নির্মাতার নাম জড়িয়ে আছে। তাই তাঁদের না বলার প্রশ্নই আসে না। প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে আমি হ্যাঁ করে দিয়েছিলাম। এই সিরিজের শুটিং দারুণ উপভোগ করেছি। মনে হচ্ছিল, এক রাজকীয় বিয়েতে এসেছি। কিছু অন্তরঙ্গ দৃশ্যেও কাজ করেছি। এখন দেখার অপেক্ষায় যে দর্শক আমাকে কীভাবে গ্রহণ করবেন।’
‘মেড ইন হ্যাভেন টু’তে আরও এক নতুন মুখ ত্রিনেত্রা হালদার। চিকিৎসক, তথা মডেল ত্রিনেত্রা এই সিরিজের মাধ্যমে ওটিটির দুনিয়ায় পা রাখতে চলেছেন। এই সিরিজের প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে ত্রিনেত্রা বলেন, ‘আমি এমবিবিএস করছিলাম। ইন্টার্নশিপের সময় এই সিরিজের প্রস্তাব আসে। সিরিজটি করব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ, বাস্তবেও আমি ট্রান্সওম্যান, সিরিজে আমার অভিনীত চরিত্রটিও এ রকমই। এই সিরিজের সঙ্গে যুক্ত হতে পেরে আমি নিজেকে ভাগ্যবতী মনে করছি। ভাবতে দারুণ লাগছে যে আমি এই সিরিজের এক অংশ।’
‘মেড ইন হ্যাভেন’-এর প্রথম সিজনে জিম সরাভ, কোল্কি কোচেলিন, সোবিতা ধুলিপালা, অর্জুন মাথুর, শিবানী রঘুবংশী, পুলকিত সম্রাটসহ আরও অনেককে দেখা গিয়েছিল। এই সিজনেও তাঁদের দেখা মিলবে। তবে ‘মেড ইন হ্যাভেন টু’র ট্রেলারে একঝাঁক জনপ্রিয় বলিউড তারকার মুখ দেখা গেছে। এই সিজনে ম্রুণাল ঠাকুর, রাধিকা আপ্তে, শিবানী দান্ডেকর, দিয়া মির্জা, সমীর সোনি, সঞ্জয় কাপুর, ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়কে অতিথিশিল্পী হিসেবে দেখা যাবে।