এত দিন নাকি অনেক খুঁজতেছিলা...অবশেষে মুখ খুললেন নিশো
তুমুল আওয়াজ! হেলিকপ্টারের দরজা খুলে যখন পা রাখলেন, তখনই অনেকের বোঝা হয়ে গেছে কে আসছেন। আর যখন ঝুঁটি বাঁধা চুল সামনে এল, ততক্ষণে সবাই নিশ্চিত হয়ে গেছেন তাঁর ব্যাপারে। নতুন সিনেমার অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট ভিডিওতে এভাবেই হাজির হয়েছেন আফরান নিশো।
এর মাধ্যমে আড়াল ভাঙলেন অভিনেতা। দেড় বছরের বেশি সময় কোথাও ছিলেন না আফরান। এ সময়ের মধ্যে দুটি সিনেমার খবর, আর সামাজিক যোগাযোগমাধ্যমে বড় চুলের ছবি; এই ছিল তাঁর নিজেকে জানান দেওয়া। ভক্তরা নানাভাবে, নানা মাধ্যমে জানতে চেয়েছেন, কবে তাদের ‘বস’–এর নতুন সিনেমার ঘোষণা আসবে। এত দিনের অপেক্ষা, জল্পনা শেষ হলো। সব প্রশ্নের উত্তর নিয়ে ফিরলেন আফরান নিশো। জানালেন ‘দাগি’ হয়ে ফিরছেন তিনি।
আজ ৮ ডিসেম্বর অভিনেতার জন্মদিন। বিশেষ এদিনে ভক্তদের ইচ্ছা পূরণ করেছেন অভিনেতা।
জানিয়েছেন, আর নয় অপেক্ষা, ঈদুল ফিতরে ‘দাগি’ সিনেমা নিয়ে। সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ‘দাগি’ নিয়ে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছিল আগে থেকেই। ৮ ডিসেম্বর বিকেল ৫টায় চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে অ্যানাউন্সমেন্ট ভিডিও প্রকাশের মাধ্যমে অফিশিয়াল করা হলো তথ্যটি।
অ্যানাউন্সমেন্ট ভিডিওতে জানানো হয়েছে সিনেমায় আছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল। তাঁদের নিয়ে সিনেমাটি পরিচালনা করবেন শিহাব শাহীন। ভিডিওটিতে নিশো বলেন, ‘এত দিন নাকি অনেক খুঁজতেছিলা? এত সহজে খুঁজে পাইলে কি আর দাগি হয়? ক্যালেন্ডারে দাগ কাইটা রাখো, এই দাগির সাথে দেখা হবে ঈদে! একটা কথা মনে রাখবা, তোমাদের সঙ্গে দেখা হবে সিনেমা হলে, ক্লিয়ার।’
নিশোকে নিয়ে দর্শকের প্রত্যাশার কথা ভালোভাবেই জানেন নির্মাতা শিহাব শাহীন। জানান, সেই চাপ তিনি নিতে চান না। ‘দাগি’ একটি গল্পনির্ভর সিনেমা এবং এ সিনেমার হিরো এর গল্প। নির্মাতা বলেন, ‘মুক্তি আর প্রায়শ্চিত্যের গল্প এটি। নতুন কিছুই দর্শক দেখতে পাবে। এই ধরনের গল্প এখানকার দর্শক দেখেনি আগে। গত দুই বছর ধরে গল্পটি নিয়ে কাজ করছি।’
দেড় বছরের বেশি সময় ধরে বড় পর্দায় অনুপস্থিত তমা মির্জাও। এর মধ্যে অনেক সিনেমার প্রস্তাব পেলেও করেননি তিনি। তমা বলেন, ‘এটা আমার জন্য একই সঙ্গে চ্যালেঞ্জের এবং প্রশান্তির। দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারছি কি না, সেটা একটা চ্যালেঞ্জ, অন্যদিকে প্রশান্তি হলো দেরি করে ফিরলেও ঠিকঠাক একটা প্রোডাকশনে ফিরতে পারছি। ‘দাগি’র গল্পটা অনেক ভালো লেগেছে, সে জন্যই কাজটি করছি। কার বিপরীতে কাজ করছি, সেটা গুরুত্বপূর্ণ না, আমার কাছে গল্প ও পরিচালক গুরুত্বপূর্ণ।’
দর্শকদের প্রত্যাশা কি ‘দাগি’ সিনেমা মেটাতে পারবে? এমন প্রশ্নের উত্তরে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল বলেন, ‘আমরা এই প্রত্যাশার কথা জানি, বুঝি এবং সম্মান করি। দর্শকদের প্রত্যাশা যেন পূরণ হয়, সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। আর সে জন্যই আফরান নিশোকে নতুন রূপে ফেরাচ্ছেন শিহাব শাহীন। নতুন কিছুই হবে।’
সিনেমার অন্যতম প্রযোজক চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘এখন এতটুকু বলতে পারি, “দাগি”র গল্প অসাধারণ। শিহাব শাহীন একজন পরীক্ষিত নির্মাতা। সব মিলিয়ে কাজটি নতুন একটা স্ট্যান্ডার্ড সেট করবে বলে আমার আশা। “দাগি” সিনেমায় দর্শকেরা সেই চেষ্টা দেখতে পারবেন।’
আর যাঁর জন্য ভক্ত–দর্শকদের অপেক্ষা, সেই নিশো কী বলছেন? আফরান নিশোর ভাষ্যে, ‘আমি সব সময়ই চাই, গাতানুগতিক ধারার বাইরে গিয়ে সিনেমা করতে, যেখানে গল্পটাও একটা চরিত্র হবে। সেই দিক থেকে “দাগি”র গল্প আমার খুব ভালো লেগেছে।’
সিনেমার শুটিং শিডিউল এবং লোকেশন এখনই বলতে চাননি নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান–সংশ্লিষ্টরা। ধীরে ধীরে সিনেমার সব তথ্যই জানানো হবে বলে জানিয়েছেন তাঁরা।