লাইভ চলছে, আগে বলবা না, বলেই নিজেকে সামলে নিলেন দীঘি, অবাক করলেন চঞ্চল
ভক্তদের সঙ্গে তারকাদের এমন আড্ডা দেওয়ার সুযোগ খুব একটা হয় না। রোববার সেই সুযোগ পেলেন ভক্তরা। সেই আড্ডায় চমকে দিলেন চঞ্চল চৌধুরী। আড্ডায় যুক্ত থাকা আশনা হাবীব ভাবনা হঠাৎ করে ক্যামেরা ধরলেন দীঘির দিকে। দীঘি তখনো জানেন না, এটা লাইভ। কিছু কথা বলে নিজেকে সামলে নিলেন দীঘি। তারপর? সেই আড্ডায় ঘটল মজার ঘটনা। আর এসবই ঘটল চরকির ‘ওভারট্রাম্প’–এর ট্রেলার মুক্তি উপলক্ষে ফেসবুকে লাইভে। চরকির ফেসবুক পেজ থেকে লাইভে অংশ নেন অভিনয়শিল্পীরা।
গত সপ্তাহে মুক্তি পেয়েছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির ওয়েব সিরিজ ‘ওভার ট্রাম্প’–এর পোস্টার। পোস্টারটি প্রকাশের পর থেকেই ভক্তদের নজর কাড়ে। সিরিজটি নিয়ে ভক্তদের আগ্রহ দেখে চরকি ঘোষণা দিয়েছিল, দর্শকদের সঙ্গে তারকাদের আড্ডার আয়োজন করবে। গতকাল রাতে চরকির ফেসবুক পেজ থেকে এই আড্ডায় প্রথম দিকে অংশ নেন সিরিজটির পরিচালক বাশার জর্জিস, অভিনয়শিল্পীদের মধ্যে এফ এস নাঈম, আশনা হাবীব ভাবনা, সামিরা খান মাহি, শরীফ সিরাজ ও চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি। এই আড্ডার একদমই শেষ মুহূর্তে হাজির হয়ে চমকে দেন চঞ্চল।
লাইভে একপর্যায়ে এফ এস নাঈমকে বলতে শোনা যায়, সবার জন্য বিশাল এক সারপ্রাইজ রয়েছে। কী সারপ্রাইজ থাকতে পারে, কেউ ভাবতে পারেননি। সবাই চুপ। এর মধ্যে নাঈমের সঙ্গে দেখা যায় চঞ্চল চৌধুরীকে। সবাই তাঁকে দেখে অবাক; কারণ, এই অভিনেতা এক দিন আগেই লিখেছেন, তিনি ভেনিসে। তাঁর এই লাইভে অংশ নেওয়ার কথা ছিল না। এই সময় ‘ওভারট্রাম্প’–এর পরিচালক বাশার জর্জিসের প্রশ্ন, ‘চঞ্চল, তুমি নাকি ভেনিসে?’ সেই উত্তরে কথার শুরুতেই চঞ্চল বলেন, ‘আমি আগে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ, যেভাবে আমার ‘ওভারট্রাম্প’–এর প্রচারণায় থাকার কথা ছিল, সেভাবে থাকতে পারছি না। এর মধ্যে আমার অন্য একটি প্রজেক্টের শুটিং চলছে। সেটা শেষ করে আজই ইতালি থেকে (গতকাল) দেশে ফিরেছি। এখন আমরা প্রচারণা করব।’
অন্যদিকে রাস্তায় গাড়ি থামিয়ে লাইভে অংশ নেন অভিনেত্রী আশনা হাবীব ভাবনা। ভক্তদের সঙ্গে তিনি কাজটি নিয়ে নানা অভিজ্ঞতা ভাগাভাগি করেন। তিনি বলেন, ‘আমি কাজটি নিয়ে খুবই এক্সাইটেড। নাঈম ভাই, মাহি, পরিচালক জর্জিস ভাই সবার সঙ্গে কাজটি করে দারুণ লেগেছে। দর্শকেরা কীভাবে নেন, সেটাই ভাবছি। আর মজার বিষয় হচ্ছে, আমার আগের কোনো কাজে এমনটা হয়নি যে একসঙ্গে দর্শকদের সঙ্গে ট্রেলার দেখব।’
এ সময় ভাবনা হঠাৎ করেই ‘এদিকে আয় এদিকে আয়’ বলে লাইভে দীঘিকে পাশ থেকে ডেকে নেন। তাঁকে পরিচয় করিয়ে দেন। এ সময় দীঘি বলেন, ‘আমি আর ভাবনা আপু জুটি হয়ে গেছি। আমরা যেখানেই যাই, একসঙ্গে ধরা পড়ি।’ এ সময় ভাবনা বলেন, ‘দীঘি, তুই তোর দর্শকদের “ওভারট্রাম্প” দেখতে বল।’ তখন দীঘি বলেন, ‘এটা কি লাইভ যাচ্ছে?’ ভাবনা জানান, ‘হ্যাঁ।’ তখন নিজেকে কিছুটা ঠিকঠাক করে দীঘি বলেন, ‘তাহলে আগে বলবা না? চশমা খুলে নিতাম।’ এবার চশমা খুলে দীঘি বলেন, ‘কী বলব?’ ভাবনা তাঁকে বলতে থাকেন, ‘বল আপনারা চরকি সাবস্ক্রাইব করে “ওভারট্রাম্প” দেখবেন।’ দীঘিও বলে যান।
এই প্রথম চরকির কোনো সিরিজের তারকারা ভক্তদের সঙ্গে প্রথম ট্রেলার দেখলেন। এ সময় ভক্তরা ট্রেলারের প্রশংসা করতে থাকেন। তাঁরা জানতে চান, কবে আসছে ‘ওভারট্রাম্প’। তখন লাইভের উপস্থাপক ও চরকির জনসংযোগ কর্মকর্তা তানজিনা রহমান বলেন, ‘যেকোনো এক বৃহস্পতিবার এটি মুক্তি পাবে।’ তখন ভক্তরা মন্তব্য করে জানান, আর দেরি নয়, আগামী বৃহস্পতিবারেই তাঁরা এটি দেখতে চান। ভক্তদের কথায় একমত প্রকাশ করেন চঞ্চল, নাঈম, পরিচালক বাশার জর্জিসসহ অন্যরা। দর্শকদের চাওয়ায় লাইভেই ঘোষণা দেওয়া হয়, আগামী বৃহস্পতিবার চরকিতে মুক্তি পাবে সিরিজটি।
সিরিজটি প্রসঙ্গে পরিচালক বাশার জর্জিস বলেন, সিরিজের গল্পটা কোভিডের সময় লেখা। এ সময় সবাই থ্রিলার, রোমান্স করছেন, কিন্তু কেউ ডার্ক কমেডি করছেন না। যা কমেডি হয়েছে, সেটা ভিন্নমাত্রার, যেটা টিভিতে দেখা যায়। তবে ওটিটির জন্য তো একটু ভিন্ন ধরনের ডার্ক হওয়া উচিত। ওই জায়গা থেকে ‘ওভারট্রাম্প’-এর কাজের প্রতি আগ্রহ হয়।