হানিমুনে কোথায় গেলেন প্রিয়ন্তী উর্বী

গত বছরের শেষভাগে করেছেন তরুণ অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। এই বছরের শুরুতে স্বামী সালমান আহমেদকে নিয়ে হানিমুনে উড়াল দিয়েছেন তিনি।

১ / ৫
শনিবার স্বামীর সঙ্গে হাস্যোজ্জ্বল ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন উর্বী
ইনস্টাগ্রাম থেকে
২ / ৫
মালয়েশিয়ার লংকাউই দ্বীপে ফুরফুরে মেজাজে সময় কাটছে
ইনস্টাগ্রাম থেকে
৩ / ৫
মালয়েশিয়ায় সাড়ে তিন বছর পড়াশোনা করেছেন সালমান। সেই সূত্রেই হানিমুনের গন্তব্য হিসেবে দেশটিকে বেছে নিয়েছেন তাঁরা
ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৪ / ৫
বছরখানেকের পরিচয় থেকে বন্ধুত্ব। পরে বিয়ের প্রস্তাব। ২৭ ডিসেম্বর গুলশানের আজাদ মসজিদে বিয়ে করেছেন তাঁরা
ইনস্টাগ্রাম থেকে
৫ / ৫
২০২০ সালের শেষভাগে বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন প্রিয়ন্তী উর্বী। ২০২১ সালের মার্চে অনিরুদ্ধ রাসেলের ‘ভেজা বিড়াল’ নাটক দিয়ে অভিনয়ে নাম লেখান
ফেসবুক থেকে
আরও পড়ুন