আবেদনময়ী পূজা যখন ‘প্রেমের দোকানদার’
গত শনিবার রাতে ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজের আইটেম গান ‘প্রেমের দোকানদার’ মুক্তি পেয়েছে। ৩ মিনিট ৪৪ সেকেন্ড দৈর্ঘ্যের গানটিতে আবেদনময়ী রূপে হাজির হয়েছেন পূজা চেরী।
প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা গানটি সুর করেছেন আকাশ। এতে কনার সঙ্গে আকাশ নিজেও কণ্ঠ দিয়েছেন।
এদিকে গানটি মুক্তির পর অন্তর্জালে পূজার পারফরম্যান্স প্রশংসিত হয়েছে। আবেদনময়ী রূপে তাঁকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, সেটার তারিফ করেছেন অনেক ভক্ত।
পূজা চেরী এই সিরিজে অভিনয় করেছেন ‘মিস শায়লা’ চরিত্রে।
দীর্ঘদিন পর পরিচালক রাফীর সঙ্গে কাজ করলেন পূজা। রাফীর হিট ‘পোড়ামন ২’–এ অভিনয় করেছিলেন পূজা। প্রথমবারের মতো তাঁর পরিচালিত কোনো ওয়েব সিরিজে অভিনয় করলেন ঢাকাই ছবির এই নায়িকা।
এই ওয়েব সিরিজে পূজা চেরী ছাড়া চিত্রনায়ক রুবেল, ইন্তেখাব দিনার, সালাহউদ্দিন লাভলু, পাভেলসহ অনেকেই অভিনয় করেছেন। রায়হান রাফীর ওয়েব সিরিজটি জানুয়ারির প্রথম সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে।