ঠিক সেই মুহূর্তে ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা...
সব প্রস্তুতি হয়েই গিয়েছিল। ঘড়ির কাঁটায় সময় তখন বিকেল সাড়ে পাঁচটা। অতিথিরাও ততক্ষণে আসতে শুরু করেছেন বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে। উপলক্ষটা হচ্ছে, ‘পেয়ারার সুবাস’-এর প্রিমিয়ার শো। সবাই বেশ আনন্দে নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন।
ঠিক সেই মুহূর্তে ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। জানা গেল, ‘পেয়ারা সুবাস’ সিনেমার অন্যতম মূল চরিত্রের অভিনেতা আহমেদ রুবেল আর নেই। কেন হলো, কীভাবে হলো, সব জানতে আমাদের খানিকটা সময় পেছনে যেতে হবে।
সিনেমার পূর্বনির্ধারিত প্রিমিয়ারে আসতে উত্তরা থেকে পরিচালক নূরুল আলম আতিক ও আহমেদ রুবেল গাড়িতে করে বসুন্ধরা সিটিতে আসছিলেন। গাড়িটি চালাচ্ছিলেন আহমেদ রুবেল নিজেই। রাজধানীর শপিং মলে গাড়িটি পার্ক করার পর হঠাৎ অসুস্থ বোধ করেন আহমেদ রুবেল। পরিচালক আতিক পার্কিং থেকে ফোন করে সিনেপ্লেক্সে থাকা দ্রুত টিমের কয়েকজনকে নিচে যেতে বলেন। সবাই মিলে আহমেদ রুবেলকে দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে নেন। সিএনজিতে নেওয়ার পথেই নিস্তেজ হয়ে পড়েন রুবেল।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সিনেপ্লেক্সে শোকের ছায়া। অভিনয়শিল্পী, লেখক, শিক্ষক, পরিচালক, সাংবাদিক—অনেকেই উপস্থিত সেখানে। সবার মধ্যে দ্বিধা, সিনেমাটি আজ দেখানো হবে কি না। পরিচালক নূরুল আলম আতিক হাসপাতাল থেকে তখন জানান, সিনেমা যেন দেখানো হয়। রুবেল সিনেমাটা ভালোবাসতেন, অভিনয় ভালোবাসতেন। রুবেলের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে এই সিনেমার মধ্য দিয়ে।
নাসির উদ্দীন ইউসুফ, তারিক আনাম খান, জয়া আহসান, শাহরিয়ার শাকিল ও রেদওয়ান রনি উপস্থিত দর্শকের কাছেও জানতে চান যে তাঁরা সিনেমা দেখতে চান কি না। দর্শকেরাও তখন জানান যে সিনেমার মধ্য দিয়ে শিল্পী রুবেলের প্রতি তাঁরা শ্রদ্ধা নিবেদন করতে চান। প্রথমে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত সবাই। তারপর সবার মতামত সাপেক্ষেই প্রদর্শিত হয় ‘পেয়ারার সুবাস’। অভিনেতা রুবেলকে উৎসর্গ করা হলো ‘পেয়ারার সুবাস’।
নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘রুবেল সিনেমার কাজ করতে করতেই চলে গেল আমাদের ছেড়ে। আমাদের জন্য ব্যাপারটা মেনে নেওয়া কঠিন। তার এই অসময়ের প্রস্থান আমাদের শূন্য করে দিল।’
তারিক আনাম খান বলেন, ‘একজন শিল্পী বেঁচে থাকেন তাঁর কাজ দিয়েই। রুবেলও তাঁর কাজ দিয়েই আমাদের মধ্যে বেঁচে থাকবেন। আজ যদি আমিও মারা যেতাম, তাহলেও সিনেমাটা প্রদর্শিত হলেই আমি খুশি হতাম।’
৯ ফেব্রুয়ারি সারা দেশে ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘পেয়ারার সুবাস’। নূরুল আলম আতিক পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান, তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, দিহান, নূর ইমরান মিঠুসহ আরও অনেকেই। ৯২ মিনিটের সিনেমাটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লি. এবং সহপ্রযোজনায় চরকি।