মালেক আফসারী এবার ওয়েব ফিল্ম বানাবেন

মালেক আফসারীছবি : পরিচালকের ফেসবুক

দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে কাজ করছেন মালেক আফসারী। এই দীর্ঘ সময়ে ২৪টি ছবি পরিচালনা করেছেন। ২৫ নম্বর ছবিটি শাকিব খানের সঙ্গে করার খুব ইচ্ছা এই পরিচালকের। সেভাবেই পরিকল্পনাও রয়েছে তাঁর। কিন্তু সবকিছু যেন ব্যাটে–বলে মিলেও মিলছে না। তবে এর মধ্যে খবর এল, এই পরিচালক ঠিকই পরিচালনায় আসছেন। বড় পর্দায় নয়, তিনি বানাবেন ওটিটি প্ল্যাটফর্মের জন্য। বিভিন্ন সূত্রে জানা গেছে, মালেক আফসারী ওয়েব ফিল্ম বানাবেন।

মালেক আফসারী
ছবি : পরিচালকের ফেসবুক

এদিকে মাস দুয়েক আগেও মালেক আফসারীর নতুন চলচ্চিত্র নির্মাণের কথা শোনা গিয়েছিল, তবে এখনো তা নিশ্চিত নয়। গত শনিবার একাধিক বিশ্বস্ত সূত্রে জানা গেল, ওটিটি মাধ্যমে অভিষেক ঘটতে চলেছে এই পরিচালকের। বঙ্গ বিডির প্রযোজনায় প্রথমবারের মতো তাঁকে ওয়েব ফিল্ম পরিচালক হিসেবে দেখা যাবে। ছয় মাস ধরে চিত্রনাট্যের কাজ চলছে। ‘ফেস টু ফেস’ শিরোনামের ওয়েব ফিল্মটি একটি উপন্যাস অবলম্বনে তৈরি হবে।

খবরটি নিশ্চিত হতে যোগাযোগ করা হয় মালেক আফসারীর সঙ্গে। তিনি এ বিষয়ে কিছুই বলতে চাইছেন না। শুধু এটুকু বললেন, কিছু একটা হচ্ছে, যা আগে কখনো হয়নি। এসবের কিছুই বলতে পারব না। যা বলার প্রযোজনা প্রতিষ্ঠান অনুষ্ঠানের মাধ্যমে জানাবেন।’

মালেক আফসারী
ছবি : পরিচালকের ফেসবুক

আলোচিত চলচ্চিত্র পরিচালক মালেক আফসারী এখন ফেসবুক এবং ইউটিউবেও বেশ সক্রিয়। তিনি বিভিন্ন ইস্যু নিয়ে কনটেন্ট বানিয়ে থাকেন।

আশির দশকের শুরুতে ‘ঘরের বউ’ চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে পূর্ণাঙ্গ চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তাঁর পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো ‘ক্ষতিপূরণ’, ‘ক্ষমা’, ‘ঘৃণা’, ‘দুর্জয়’, ‘এই ঘর এই সংসার’, ‘মনের জ্বালা’, ‘ফুল অ্যান্ড ফাইনাল’ ও ‘পাসওয়ার্ড’। মালেক আফসারী ১৯৮০-এর দশকের প্রথম দিকে সহকারী পরিচালক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন।