‘গোলাম মামুন’ আসছে
হইচইয়ে আসছে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’। নির্মাতা শিহাব শাহীন পরিচালিত সিরিজটি ১৩ জুন মুক্তি পাবে বলে জানিয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্মটি।
এটি ২০২৩ সালে হইচইয়ে মুক্তিপ্রাপ্ত ‘বুকের মধ্যে আগুন’-এর স্পিন অফ। ‘বুকের মধ্যে আগুন’-এ গোলাম মামুন নামের এক পুলিশ কর্মকর্তার চরিত্র অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন অপূর্ব। এবার সেই নামেই নির্মিত হয়েছে আট পর্বের সিরিজ।
গতকাল ঢাকার এক মিলনায়তনে সিরিজের ট্রেলার প্রকাশ করেছে হইচই। এতে সিরিজের অভিনয়শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
অপূর্ব বলেন, ‘আমি সব সময় যে ধরনের চরিত্রে অভিনয় করি সেগুলো থেকে “গোলাম মামুন” খুবই ভিন্ন ধরনের চরিত্র। ট্রেলারে শুধু একটু ঝলক পাবেন আমার চরিত্রের। সিরিজটি রিলিজের আগেই আমি এর থেকে বেশি কিছু বলব না। তবে এতটুকু বলতে পারি, যেভাবে গোলাম মামুনের গল্প বলা হয়েছে, দর্শক তা দেখে পছন্দ করবে অবশ্যই।’
সিরিজে রাহী নামের চরিত্রে উপস্থিত হবেন সাবিলা নূর। তিনি বলেন, ‘রাহী চরিত্রটার জন্য আমাকে বেশ পরিশ্রম করতে হয়েছে। এখানে এমন কিছু অ্যাকশন দৃশ্য আছে, যেগুলো আমি আগে কখনো করিনি। দর্শক সিরিজটা দেখলে সেটা আন্দাজ করতে পারবে বলে আশা করছি।’
এবারই প্রথমবার হইচইয়ের কোনো নির্মাণে দেখা যাবে নির্মাতা শিহাব শাহীনকে। তাঁর ভাষ্যে, ‘আমি সিরিজটার মাধ্যমে সমাজের কোনো সংগতি-অসংগতি তুলে ধরতে চাইনি। একই পরিস্থিতিতে পুরুষ ও নারীর স্ট্রাগলের ভিন্নতার কথা আমি খুব সাধারণভাবে বলতে চেয়েছি। ট্রেলারটি দেখে দর্শকের উৎসাহ-প্রত্যাশা বাড়াবে।’
অপূর্ব, সাবিলা ছাড়াও এতে ইমতিয়াজ বর্ষণ, মাসুম বাশার, শারলিন ফারজানা, শরীফ সিরাজ, নাজমুস সাকিব, নাফিজ, রাশেদ মামুন, সুষমা সরকার, দীপক কুমার গোস্বামীসহ আরও অনেকে অভিনয় করেছেন।