এক দিনে দুই কনটেন্ট

‘ত্রিভুজ’ ও ‘চক্র’–এর পোস্টার। কোলাজ

প্রায় চার মাস পর আজ একই দিনে দুই প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে দুটি বাংলা কনটেন্ট: একটি ওয়েব সিরিজ, অন্যটি সিনেমা।

ভিকির ‘অভিশপ্ত’ সিরিজ
দুনিয়ার নানা প্রান্তে ঘটে যাওয়া অদ্ভুত সব ঘটনার খবরাখবর রাখেন ভিকি জাহেদ। তাঁর বানানো নাটক বা ওয়েব কনটেন্টেও নানা সময় সেই ছাপ পাওয়া যায়। তবে শুটিং করতে গিয়ে এবার নিজেই অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়েছিলেন নির্মাতা। ‘এখন এই প্রোডাকশনের ফাইনাল কাট দেখলে, শরীর কেন যেন হঠাৎ করেই ভারী হয়ে যায়। ধরেই নিয়েছিলাম, হয়তো গল্পটা অভিশপ্ত, বাক্সবন্দী হয়ে থাকাটাই এর নিয়তি। অনেক দিন আটকে থাকার পর অবশেষে গল্পটা আপনাদের জন্য আসছে,’ এক সপ্তাহ আগে এভাবেই প্রকল্পটি নিয়ে ফেসবুকে লিখেছিলেন ভিকি।

বিস্তারিত জানতে চাইলে তরুণ এই নির্মাতা বলেন, ‘গল্পটার বীজ বপিত হয়েছিল বছর তিনেক আগে। আর শুটিংও শুরু হয়েছিল প্রায় আড়াই বছর আগে। এ পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু এর থেকেই পদে পদে বাধা আসতে থাকে। বাধাগুলোও কেমন যেন—রহস্যময়, ব্যাখ্যাতীত! কিছুদিন পরপরই শুটিং স্থগিত হয়ে যায়। নানা কারণে টানা শুটিং করা সম্ভব হয় না। পাশাপাশি ছিল প্রিয়জনের মৃত্যু! দীর্ঘ পথপরিক্রমায় প্রোডাকশনের সঙ্গে জড়িত বেশ কিছু মানুষ পৃথিবী ছেড়ে চিরতরে চলে যান।’

‘চক্র’ সিরিজের দৃশ্য
নির্মাতার সৌজন্যে

ভিকি জানান, শুটিং শুরু করার পর সড়ক দুর্ঘটনায় মারা যান চিত্রগ্রাহক জাহিদ হোসেন। লাইন প্রডিউসার মাসুদুল মাহমুদ রোহানও চলে যান। পরে মারা যান আরও দুজন! অনেক বাধা পেরিয়ে আজ বেলা তিনটায় আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে ওয়েব ধারাবাহিক ‘চক্র’। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ। ২০ পর্বের ধারাবাহিকটির প্রথম ৫ পর্ব বিনা মূল্যেই দেখা যাবে।

দর্শক এই ধারাবাহিক কেন দেখবেন? এমন প্রশ্নে গতকাল বিকেলে ভিকি প্রথম আলোকে বলেন, ‘এটা আমার প্রথম এবং সম্ভবত শেষ ধারাবাহিক। এ ছাড়া এটা এমন এক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত, যেটা খুবই অদ্ভুত; যা নিয়ে মানুষের স্বাভাবিক কৌতূহল থাকবে। নিজেদের মতো করে গবেষণা করে সেটা আমরা পর্দায় তুলে এনেছি। এ ছাড়া আমার মিস্ট্রি ঘরানার কনটেন্টের কিছু দর্শক আছেন, তাঁদের জন্য এটা মাস্ট ওয়াচ (অবশ্য দ্রষ্টব্য)।’

১৭ বছর আগে ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্য ‘আত্মহত্যা’ করে। দেশজুড়ে আলোড়ন তোলা সেই ঘটনা থেকে প্রেরণা নিয়ে সিরিজটি তৈরি করেছেন ভিকি জাহেদ।

‘ত্রিভুজ’–এর শুটিংয়ে মৌসুমী মৌ ও সোহেল মন্ডল। শিল্পীর সৌজন্যে

অদৃশ্য ত্রিকোণ
‘হরর, থ্রিলার, ক্রাইম, মার্ডার মিস্ট্রি—ওটিটিতে সাধারণত এ ধরনের কাজই বেশি দেখি আমরা। আমি আবার সোশ্যাল ড্রামা ঘরানার কাজ করতে পছন্দ করি। মনে হলো, ওটিটিতে এ ধরনের কাজ খুব একটা হয় না। এটা ভেবে প্রস্তাব দিলে দীপ্ত প্লে রাজি হয়ে যায়,’ আজ মুক্তির অপেক্ষায় থাকা ওয়েব ফিল্ম ‘ত্রিভুজ’ নিয়ে বলছিলেন আলোক হাসান। তাঁর কথা শুনেই বোঝা যাচ্ছে, ড্রামা ঘরানার কাজ। নির্মাতা জানান, ৮০ মিনিটের এই ওয়েব সিনেমায় সমাজের তিন স্তরের গল্প বলতে চেয়েছেন তিনি। গতকাল বিকেলে আলোক হাসান বলেন, ‘সমাজের তিন স্তরের তিন ধরনের মানুষ একটা কেন্দ্রবিন্দুতে এসে মিলে যায়। আমার এই গল্পে মনস্তাত্ত্বিক লড়াই, নীতিনৈতিকতা, মূল্যবোধসহ নানা বিষয়ই উঠে এসেছে। এ ছাড়া আছে সমাজের উঁচু–নিচু ভেদাভেদ। এক দম্পতির একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে পুরো গল্প এগোবে, যার প্রভাব বাকি দুই দম্পতির জীবনেও পড়ে।’

চলতি বছরের জানুয়ারিতে শুটিং হওয়া ‘ত্রিভুজ’-এ অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়-আনিকা কবির শখ, ইমতিয়াজ বর্ষণ-ফারিন খান ও সোহেল মণ্ডল-মৌসুমী মৌ। জানা গেছে, সমাজের তিন স্তরের দম্পতির চরিত্রে তাঁদের দেখা যাবে। এ ছাড়া আইনজীবীর চরিত্রে আছেন ঊর্মিলা শ্রাবন্তী কর।
নতুন নতুন কনটেন্ট মুক্তি শিল্পী, দর্শক সবার জন্যই স্বস্তির বলে মনে করেন ‘ত্রিভুজ’ অভিনেতা সোহেল মণ্ডল। গতকাল বিকেলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা সবাই একধরনের ট্রমার মধ্য দিয়ে গেছি। তবে পেশাদার শিল্পী হিসেবে আমাদের কাজে ফেরাটা জরুরি। কাজে ফিরলে হয়তো অবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হবে। বছরের শুরুর দিকে এই কনটেন্টের শুটিং করি, এত দিন হয়তো পরিস্থিতির কারণে মুক্তি পায়নি। তবে এখন সবাই যে নতুন কনটেন্ট মুক্তি দিচ্ছেন, এটা ইতিবাচক।’

আরও পড়ুন

এদিকে বিরতির পর আবার অভিনয়ে নিয়মিত হয়েছেন আনিকা কবির শখ। এটি তাঁর প্রথম ওয়েব ফিল্ম। নিজের প্রথম ওয়েব সিনেমা নিয়ে বলেন, ‘প্রথমবার ওটিটিতে কাজ করতে গিয়ে দুর্দান্ত অভিজ্ঞতা হয়েছে। আমার অভিনীত চরিত্রটি নিয়ে বিস্তারিত বলতে পারব না, তবে এটুকু বলতে পারি, এতটা পরিণত চরিত্রে আগে অভিনয় করিনি।’
ওয়েব ফিল্ম ‘ত্রিভুজ’-এর চিত্রনাট্য লিখেছেন মুনতাহা বৃত্তা।