বাংলাদেশ নেটফ্লিক্সের তালিকায় শীর্ষে, কী আছে এই দক্ষিণি ছবিতে
এক দম্পতি ঘুরতে গেছে আজারবাইজানে। কিন্তু ভ্রমণ দ্রুতই পরিণত হয় দুঃস্বপ্নে। কারণ, স্ত্রী হঠাৎ নিখোঁজ হয়ে যায়। স্বামী জানে না, নতুন শহরে কে তাদের শত্রু? কেই-বা তার স্ত্রীকে অপহরণ করল? এমন গল্প নিয়ে ম্যাজিখ থিরুমেনির সিনেমা ‘ভিদামুয়ার্চি’। নেটফ্লিক্সে বাংলাদেশ থেকে এখন সবচেয়ে বেশি দেখা হচ্ছে সিনেমাটি। কিন্তু কী আছে এই দক্ষিণি সিনেমায়?
গত ৬ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় তামিল এই অ্যাকশন থ্রিলার সিনেমাটি। বড় বাজেটের সিনেমাটি বক্স অফিসে সেভাবে ব্যবসা করতে না পারলেও সমালোচকেরা নির্মাণ, চিত্রনাট্য ও কোরিওগ্রাফির প্রশংসা করেছেন।
এটি দক্ষিণি তারকা অজিত কুমারের ৬২তম সিনেমা। অজিতের শেষ কয়েকটি সিনেমা সেভাবে আলোচনায় ছিল না। এই সিনেমা দিয়ে আবার কক্ষপথে ফিরলেন অভিনেতা।
‘ভিদামুয়ার্চি’ ১৯৯৭ সালে মুক্তি পাওয়া মার্কিন সিনেমা ‘ব্রেকডাউন’ থেকে অনুপ্রাণিত। তবে মূল সিনেমা থেকে অনেক কিছু বদল করেছেন নির্মাতা। ‘ব্রেকডাউন’ ছিল মাত্র দেড় ঘণ্টার সিনেমা, ‘ভিদামুয়ার্চি’ আড়াই ঘণ্টার; তামিল সিনেমাটিতে অ্যাকশন থ্রিলারের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের দিক যোগ করেছেন থিরুমেনি।
২০২৩ সালের ৪ অক্টোবর আজারবাইজানে শুরু হয় সিনেমাটির শুটিং। কয়েক দফায় শুটিং পেছানোর পর গত বছরের ২২ ডিসেম্বর শেষ হয় সিনেমাটির শুটিং।
মুক্তির পর সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সিনেমাটি। ভারতীয় গণমাধ্যম দ্য ন্যাশনাল নিউজের মতো, এ সিনেমায় নির্মাতা যেভাবে চরিত্রগুলো নির্মাণ করেছেন, গল্প বলেছেন; সেটা দুর্দান্ত।
এ সিনেমায় অজিতকে সেভাবে নায়কোচিতভাবে হাজির করা হয়নি, বরং তিনি গল্প বলায় জোর দিয়েছেন। এটারও প্রশংসা করেছেন অনেক সমালোচক।
প্রেক্ষাগৃহের পর ৩ মার্চ নেটফ্লিক্সে মুক্তি পায় সিনেমাটি, এর পর থেকেই অনেক বাংলাদেশি দর্শক সিনেমাটির প্রশংসা করেছেন।
অজিত কুমারের সঙ্গে সিনেমাটিতে আছেন তৃষা কৃষ্ণান, রেজিনা ক্যাসান্দ্রা প্রমুখ।