ওটিটি: কী দেখবেন, কোথায় দেখবেন
প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।
পাতালঘর
ধরন: সিনেমা
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: চলমান
নূর ইমরান মিঠুর দ্বিতীয় ছবিটি গত বৃহস্পতিবার রাতে মুক্তি পেয়েছে। ছবিতে বদ্ধ সময়ের গল্প বলতে চেয়েছেন পরিচালক। একটা প্রতিকূল সময় মানুষকে কতটা ধন্দে ফেলে দেয়, দেখাতে চেয়েছেন সেই গল্প। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও আফসানা মিমি। তারকাবহুল এ ছবিতে আরও আছেন মামুনুর রশীদ, গিয়াস উদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, নাসির উদ্দিন খান, রওনক হাসান, দীপান্বিতা মার্টিন, এরফান মৃধা শিবলু। ছবিটি প্রযোজনা করেছেন আবু শাহেদ ইমন।
আমি কী তুমি
ধরন: সিরিজ
স্ট্রিমিং: আই স্ক্রিন
দিনক্ষণ: চলমান
ট্রেলারে পরিচালক রহস্য রেখেছেন, বুঝতে দেননি কী ধাঁচের গল্প। তবে তুষারপাত, এলিয়েন, খুন, তদন্ত—সব মিলিয়ে জমজমাট কিছুরই আভাস পাওয়া গেছে। ভিকি জাহেদ পরিচালিত সিরিজটির ট্রেলারে চমক হিসেবে আছেন সাদিয়া ইসলাম মৌ।
আরও অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, শ্যামল মাওলা, জুনায়েদ বোগদাদী, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার প্রমুখ। গত বৃহস্পতিবার বিকেলে মুক্তি পেয়েছে সিরিজটি।
দ্য উইচার
ধরন: সিরিজ
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
ফ্যান্টাসি সিরিজটির তৃতীয় সিজনের প্রথম কিস্তি মুক্তি পায় গত মাসে, গতকাল মুক্তি পেয়েছে দ্বিতীয় কিস্তির তিন পর্ব।
সিরিজটির প্রধান চরিত্রে এবারই শেষবারের মতো হেনরি ক্যাভিলকে দেখা যাবে। চতুর্থ সিজন থেকে তাঁর চরিত্রটি করবেন লিয়াম হেমসওয়ার্থ। সিরিজটিতে আরও অভিনয় করেছেন ফ্রেয়া অ্যালান, হিউ স্কিনার প্রমুখ।
কালকুট
ধরন: সিরিজ
স্ট্রিমিং: জিও সিনেমা
দিনক্ষণ: চলমান
সৎ ও নিষ্ঠাবান এক পুলিশ অফিসারের গল্প। এক অ্যাসিড হামলার তদন্তে জড়িয়ে সে হিমশিম খেতে থাকে। উঠে আসে অনেক সত্য। সুমিত সাক্সেনা পরিচালিত ক্রাইম ড্রামা ঘরানার সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিজয় ভার্মা। আরও আছেন শ্বেতা ত্রিপাঠি, যশপাল যাদব, সীমা বিশ্বাস।
ট্রান্সফরমার্স: রাইজ অব দ্য বিস্ট
ধরন: সিনেমা
স্ট্রিমিং: প্যারামাউন্ট প্লাস
দিনক্ষণ: চলমান
চলতি বছরের জুন মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ট্রান্সফরমার্স’ ফ্র্যাঞ্চাইজির সপ্তম কিস্তি।
এবার সেটা ওটিটিতে মুক্তি পেয়েছে। সাবেক সামরিক ইলেকট্রনিকস–বিশেষজ্ঞ নোহ এবং আর্টিফ্যাক্ট–গবেষক এলিনাকে নিয়ে গল্প এগিয়েছে। ট্রান্সফরমার রেসের তিন উপদল ম্যাক্সিমালস, প্রেডাকনস ও টেররকনস একটি ত্রিমুখী সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্টিভেন ক্যাপল জুনিয়রের পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন অ্যান্থনি রামোস, ডমিনিক ফিশব্যাক ও লুনা লরেন ভালেজ।