চোখ বন্ধ করলে মেয়েটার মুখটা মনে পড়ে, আঁতকে উঠি...

আজ ৮ মার্চ, বিশ্ব নারী দিবস। এই দিনটাকে উদ্‌যাপনে শিল্পী–কলাকুশলীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নানা রকম পোস্ট করছেন। কেউ লিখেছেন নারীমুক্তির কথা। কেউ লিখেছেন নারীদের হয়রানির বিরুদ্ধে সোচ্চার হওয়ার কথা। দিনটিতে বিনোদন অঙ্গনের মানুষের পোস্ট করা সেসব বার্তা তুলে ধরা হলো ছবিতে।
১ / ৫
নারী দিবসে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘সমাজের চোখে সেরা হওয়ার জন্য আমরা নারীরা প্রায়ই ভুলে যাই, আমরা প্রত্যেকেই কোনো না কোনো দিক দিয়ে আলাদা। আর তাই অন্যের কাছে সেরা হওয়ার চেষ্টা না করে আমাদের উচিত নিজেদের স্বতন্ত্র সত্তা আবিষ্কার করা। এই সত্তাই আমাদের জীবনের দৌড়ে সামনের সারিতে এগিয়ে নিয়ে যাবে। নারীদের পাশে যাঁরা আছেন, থাকবেন, সেসব পুরুষ বন্ধুদের এবং অবশ্যই নারী বন্ধুদের আজকের এই দিনে জানাই বিশেষ শুভেচ্ছা।
ছবি: ফেসবুক
২ / ৫
পরিচালক ওয়াহিদুজ্জামান ডায়মন্ড লিখেছেন, ‘আমার প্রায় প্রতিটি কাজ নারীপ্রধান। বলা যায়, প্রতিটি কাজ নিপীড়িত–নির্যাতিত নারীর পক্ষে প্রতিবাদের হাতিয়ার। সবচেয়ে বড় বিষয় অধিকাংশ কাজের শুটিং শুরু করি বিশ্ব নারী দিবসকে সম্মান জানিয়ে ৮ মার্চ। জেগে ওঠো নারী। মুক্তি পাক নারী ও শিশুর প্রতি নিপীড়ন, নির্যাতন আর বৈষম্য।’
ছবি: ফেসবুক
৩ / ৫
জাহিদ প্রীতমের পরিচালনায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্ত পেয়েছে প্রীতম হাসান, তানজিন তিশা এবং পারশা মাহজাবীন অভিনীত ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’। নারীকেন্দ্রিক এই গল্পের নির্মাতা নারী দিবসে লিখেছেন, ‘নারী দিবসের শুভেচ্ছা। নারী তোমার পুরুষ সন্তানকে এমনভাবে বেড়ে তোলো যেন পৃথিবীতে কোনো দানব দেখলেই সে তার ঘাড় মটকে দেয়। আর যদি সেই দানব তোমার ঘরে জন্মায়? তাকে বাঁচতে দিয়ো না। ঘরে ঘরে মেঘদূত জন্মাক।’
ছবি: ফেসবুক
৪ / ৫
আক্ষেপ নিয়ে তরুণ অভিনেতা আরশ খান লিখেছেন, ‘নারী দিবসের শুভেচ্ছা নিয়ো না রথী–মহারথী। তাচ্ছিল্য নাও, নাও লজ্জা বুকভর্তি।’
ছবি; প্রথম আলো
৫ / ৫
সম্প্রতি আলোচিত উপস্থাপক দীপ্তি চৌধুরী তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘এ রকম অনিরাপদ দেশ ও পৃথিবীতে আমাদের নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে আদিখ্যেতা করবেন না প্লিজ। চোখ বন্ধ করলে ধর্ষিতা মেয়েটার মুখটা মনে পড়ে আঁতকে উঠি।’
ছবি: ফেসবুক
আরও পড়ুন