শাকিব খান ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘বরবাদ’। এরই মধ্যে ছবিটির মোশন পোস্টার, টিজার, গানসহ একাধিক অভিনয়শিল্পীর লুক প্রকাশিত হয়েছে। ছবির পরিচালক মেহেদী হাসান জানিয়েছেন, বড় আয়োজনে ছবিটির শুটিং হয়েছে। এদিকে ঈদে ‘বরবাদ’ ছাড়া মুক্তি পেতে যাচ্ছে আরও বেশ কয়েকটি চলচ্চিত্র। কেউ কেউ ভাবছেন, শাকিবের ছবির সঙ্গে অন্যদের ছবির একটা প্রতিযোগিতা হবে। আবার কারও মতে, শাকিবের ছবি অন্য সব ছবির চেয়ে এগিয়ে থাকবে। প্রতিযোগিতা হবে ‘বরবাদ’ ছাড়া বাকি ছবির। বরবাদ ছবিতে শাকিবের নায়িকা হয়েছেন ‘প্রিয়তমা’ চলচ্চিত্রে জুটি ইধিকা পাল। এদিকে আজ সোমবার দুপুরে শাকিব খান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্থিরচিত্র পোস্ট করেছেন. যেটার ক্যাপশনে লেখা রয়েছে, ‘আমি প্রতিযোগিতা করি না, আমি রাজত্ব করি।’