সিনেমা, নাটক, গান, কী থাকছে ভালোবাসা দিবসে
পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে নতুন ওয়েব সিনেমা, নাটক ও গান। কোনোটি এর মধ্যেই মুক্তি পেয়েছে, কোনটি আবার আগামী সপ্তাহে পাবে। এসব আয়োজন নিয়ে এই প্রতিবেদন।
যেসব ওয়েব ফিল্ম আসছে
‘ভালো তো সবাই বাসে, কিন্তু আগলে রাখে কজন?’ এমন ক্যাপশন দিয়ে চরকির ফেসবুক পেজে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’র নতুন পোস্টার। দেখা যাচ্ছে, একটি বেঞ্চে বসে আছেন তানজিন তিশা ও পারশা মাহজাবীন; পেছনে দাঁড়িয়ে প্রীতম হাসান। এটি কি ত্রিভুজ প্রেমের গল্প? জানা যায়নি। তবে ওয়েব ফিল্মটি নিয়ে দর্শকের আগ্রহের অন্য কারণ আছে। প্রীতম হাসান অভিনীত ওয়েব ফিল্ম ‘কাছের মানুষ দূরে থুইয়া’ গত বছর ভালোবাসা দিবসে মুক্তির পর আলোচিত হয়েছিল।
সেই প্রীতম আবার আসছেন ভালোবাসা দিবসে, একই প্ল্যাটফর্মে ভালোবাসার গল্প নিয়ে। তাঁর সঙ্গে প্রথমবার তানজিন তিশার জুটি দেখতেও মুখিয়ে আছেন দর্শক। হালের আলোচিত গায়িকা-অভিনেত্রী পারশাকে নিয়েও ভক্তদের আগ্রহ আছে। ‘ঘুমপরী’ বানিয়েছেন এই সময়ের ছোট পর্দার আলোচিত নির্মাতা জাহিদ প্রীতম। তিনি জানান, গল্পটি ভালোবাসার। তবে এতে রহস্য ও নাটকীয়তার মিশ্রণও রয়েছে। ১৮ ফেব্রুয়ারি চরকিতে সিনেমাটি মুক্তি পাবে।
একই দিন ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে আসবে ভিকি জাহেদের ওয়েব ফিল্ম ‘নীল সুখ’। ভিকি মূলত থ্রিলার বা ডার্ক ঘরানার কাজ করেন, এবার ভালোবাসার গল্প নিয়ে আসছেন তিনি। তবে রোমান্টিক গল্প হলেও সিনেমাটিতে ভিকির নিজস্ব ছাপ থাকবে, সেটা সিনেমাটির ট্রেলার দেখেই অনুমান করা যায়। এতে প্রথমবারের মতো জুটি বেঁধে আসছেন মেহজাবীন চৌধুরী ও রেহান।
ভালোবাসা দিবস উপলক্ষে আইস্ক্রিনে আসছে ওয়েব ফিল্ম ‘আসবে কি ফিরে?’। খায়রুল বাসার ও তানজিন তিশা অভিনীত সাগর জাহানের সিনেমাটি মুক্তি পাবে আগামীকাল। সম্প্রতি মুক্তি পাওয়া ট্রেলারে দেখা গেছে, বাসার ও তিশার প্রেম, খুনসুটি। ‘পরিণতি জানা নেই, তবু রূপাদের সঙ্গে মাঝেমধ্যেই হিমুদের দেখা হয়!’ এমন সংলাপও পছন্দ করেছেন দর্শক।
যেসব নাটক আসছে
ভালোবাসা দিবস উপলক্ষে বেশ কয়েকটি নতুন নাটক আসছে। পোস্টার প্রকাশের পর ফেসবুকের বিভিন্ন গ্রুপে এসব নাটক নিয়ে আগ্রহের কথা জানিয়েছেন দর্শকেরা। কয়েকটি নাটক এর মধ্যেই ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।
গতকাল রাতে এসেছে চারটি নাটক। এর মধ্যে আছে সোহেল মণ্ডল ও তানিয়া ইসলামের ‘সমুদ্রনীলা’। ইমরান হাসানের নাটকটি বরফি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে। মোশাররফ করিম ও জান্নাতুল সুমাইয়া হিমিকে নিয়ে ‘লেডিস পারফিউম’ বানিয়েছেন সোহেল হাসান। এ নাটকটি দেখা যাচ্ছে আরটিভি ড্রামা চ্যানেলে। ছোট পর্দার আরেক আলোচিত নির্মাতা রুবেল আনুশ। তাঁর নতুন নাটক ‘প্রথম প্রেমের গল্প’-এ অভিনয় করেছেন পার্থ শেখ ও ফারিন খান। এটি মুক্তি পেয়েছে এলিভেন ইউটিউব চ্যানেলে। এ ছাড়া তৌসিফ মাহমুদ ও আয়শা খানকে দেখা গেছে ব্যথার বাগান নাটকে। ইফফাত জাহান পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন লেখক কিঙ্কর আহসান। এটি মুক্তি পেয়েছে কেএস এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে।
মুক্তির অপেক্ষায় আছে হাসান রেজাউল পরিচালিত ইয়াশ রোহান ও তানিয়া বৃষ্টির ‘রিফ্লেকশন অব লাভ’; মিশুক মিঠু পরিচালিত খায়রুল বাসার–তানজিন তিশার ‘বসন্তবৌরি’ এবং মজুমদার সিমুল পরিচালিত ইয়াশ রোহান–তটিনী অভিনীত ‘দূর থেকে ভালোবাসি’ প্রভৃতি নাটক। এ নাটকগুলোর পোস্টার শেয়ার করে আগ্রহের কথা জানিয়েছেন দর্শক।
‘মন-দুয়ারী’ নাটকে প্রথমবার জুটি হয়েছেন অপূর্ব ও নাজনীন নীহা। পোস্টার প্রকাশের পর থেকেই জাকারিয়া সৌখিনের নাটকটি নিয়ে আগ্রহ দেখিয়েছেন দর্শক। নাটকটি ১৫ ফেব্রুয়ারি সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
ভালোবাসার গান
ভালোবাসা দিবস উপলক্ষে এর মধ্যেই মুক্তি পেয়েছে ইমরান মাহমুদুলের ‘মন বুঝলি না’, পূজার ‘এক জনমে হাজার মরণ’, আতিয়া আনিসার ‘মন পাখি’ গানগুলো। মুক্তির অপেক্ষায় আছে আরও কয়েকটি। এর মধ্যে আসিফ আকবরের ‘কষ্ট ভীষণ’, হাবিব ওয়াহিদের ‘পাগল হাওয়া’, খান আসিফুর রহমান আগুনের ‘এক গ্লাস নীরবতা’, লিজার ‘তুমি এলে’, ফাহিম ইসলামের ‘আদুরে দিন’, অন্তু দাসের ‘মন্দ হতো না’, শেখ মিলনের ‘স্বর্গ’, বর্ষা চৌধুরীর ‘কত লোকে কত কথা বলে রে’ গানগুলো ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে।
আসছে কয়েকটি দ্বৈত গানও। এর মধ্যে অন্যতম সিঁথি সাহা ও সেলিম মার্চেন্টের ‘বৃষ্টিবিলাস’, সৈয়দ অমি ও সানজিদা রিমির ‘কাছে আসো পাশে বসো’। দ্বৈত গানের মধ্যে মুক্তি পেয়েছে মনির খান ও প্রমা ইসলামের ‘তোমাকে চাই আমি এমন করে’, কনা ও অয়ন চাকলাদারের ‘মন বলেছে চুপি চুপি’, কোনাল ও সাব্বির নাসিরের ‘অন্তরে বাহিরে’, মাহতিম সাকিব ও পূজার ‘তুই আমার হবি’ এবং সালমা ও সজীব খানের ‘বন্ধু তোমার মায়া’।