গ্ল্যামমুভের নেপথ্যের তারকা কনককে চেনেন কি
কয়দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে দেশের বিভিন্ন অঙ্গনের তারকা শিল্পীদের ভিডিও গ্ল্যামমুভ। মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৪তম আসরে ধারণ করা এসব ভিডিও চিত্রে দেখা গেছে তারকাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। বেশ উৎসাহ–উদ্দীপনা নিয়ে তারকারা সেখানে অংশ নিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, এসব ভিডিওর (গ্ল্যামমুভ) নেপথ্যের কারিগর তরুণ নির্মাতা কনক খন্দকার। যোগাযোগ করা হয় কনক খন্দকারের সঙ্গে।
কৈশোর থেকেই সিনেমা নির্মাণের স্বপ্ন। সে সময় ভাই-ব্রাদারদের কাজগুলো অনুপ্রাণিত করেছে তাঁকে। নির্মাতা হওয়ার স্বপ্ন নিয়ে মফস্সল শহর থেকে ঢাকায় পাড়ি জমান কনক খন্দকার। ২০১৫ সালে যোগ দেন পপকর্ন এন্টারটেইনমেন্টে, নির্মাতা রেদওয়ান রনির সহকারী পরিচালক হিসেবে।
দীর্ঘদিন সহকারী হিসেবে কাজ করার পর করোনার সময় নির্মাণ করেন নিজের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লটারি’, যা দেশে-বিদেশে বেশ কিছু চলচ্চিত্র উৎসবে পুরস্কারও জিতেছে।
সম্প্রতি কনকের একটি কাজ বেশ দর্শকনন্দিত হয়েছে। মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৩তম আসরে প্রথমবারের মতো গ্ল্যামমুভের পরিচালনা করেন তিনি। গ্ল্যামমুভ হচ্ছে তারকাদের ঝলমলে ঝলক। ক্যামেরার গতির ছন্দে গ্ল্যামারাসভাবে নানা স্টাইলের মুভে তারকারা নিজেদের উপস্থাপন করেন। বাইরের দেশগুলোয় এই ‘গ্ল্যামবোট’ বেশ পরিচিত হলেও বাংলাদেশে তেমন আলোচিত ছিল না। তবে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২১-এ গ্ল্যামমুভ বেশ দর্শকনন্দিত হয়।
প্রথমবারের সাফল্যের পথ ধরে দ্বিতীয়বারের মতো মেরিল-প্রথম আলো পুরস্কারে আবার করা হয় এই গ্ল্যামমুভ। এবারও বেশ আলোচিত হয়েছে কনটেন্টগুলো।
এ কাজের সঙ্গে কীভাবে জড়ালেন? জানতে চাইলে কনক বলেন, ‘একদিন হঠাৎ করেই প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান পিয়াস ভাই ও চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি ভাই আমাকে জানান, তাঁরা গ্ল্যামবোটের মতো বিচিত্র কিছু করতে চান। তারপর নানা পরিকল্পনা করে প্রথম গ্ল্যামমুভটা করে ফেলি।’
কাজের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি আরও বলেন, ‘প্রথমবারের মতো একছাদের নিচে একসঙ্গে এত তারকার সঙ্গে কাজ করতে পারার অভিজ্ঞতা আমার জন্য বেশ নতুন ছিল। দ্বিতীয়বার অর্থাৎ চলতি বছর গ্ল্যামমুভ করার ব্যাপারে প্রথমবারের চেয়ে একটু বেশি আত্মবিশ্বাস ও সাহস ছিল। সেই সঙ্গে পুরো টিমের সহযোগিতায় কাজটা ভালোভাবে করতে পেরেছি। সবার প্রতি কৃতজ্ঞতা; বিশেষ করে সিনেমাটোগ্রাফার কাওসার, এডিটর হুমাম ও শুটিং ব্যবস্থাপক বুলেটের নাম আলাদা করে বলতে চাই।’
ভবিষ্যতে নির্মাণ নিয়ে পরিকল্পনা কী? জানতে চাইলে কনক বলেন, ‘বর্তমানে একটি চাকরি করছি, পাশাপাশি নির্মাণ নিয়েও ব্যস্ততা আছে। ইচ্ছা আছে, আস্তেধীরে একটা ফিকশন নির্মাণের।’
কনকের বানানো ‘লটারি’ সিনেমাটি ৪৪তম কলকাতা আন্তর্জাতিক কাল্ট চলচ্চিত্র উৎসবে ‘আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট’ অ্যাওয়ার্ড জিতে নেয়। ১৪তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের ‘ইয়াং ট্যালেন্ট’ বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। এ ছাড়া ২০২০ সালে তারেক মাসুদ চলচ্চিত্র প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয় ‘লটারি’।