‘ব্যাংককে ঈদের শপিং করবে, তা নিয়ে স্বপ্ন দেখছে রুনা লায়লা...’

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। জয়া আহসান, জেফার, অপূর্বদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা...
১ / ৫
ঈদের নাটকে আবার দেখা যাবে জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা জুটিকে। তাঁদের দেখা যাবে ‘মেঘবালিকা’ নাটকে। সেই নাটকের পোস্টার ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে অপূর্ব লিখেছেন, ‘গল্পটা মেঘ আর বৃষ্টির। গল্পটা অন্য রকম এক প্রেমের।’
ছবি: ফেসবুক থেকে
২ / ৫
আর এক দিন পরেই হইচইয়ে মুক্তি পাবে জয়া আহসান অভিনীত ‘জিম্মি’। ওয়েব সিরিজের লুকের ছবি দিয়ে জয়া লিখেছেন, ‘ব্যাংককে ঈদের শপিং করবে, তা নিয়ে স্বপ্ন দেখছে রুনা লায়লা।’
ছবি: ফেসবুক থেকে
৩ / ৫
সাম্প্রতিক সময়ে আলোচনায় এসেছে নেটফ্লিক্সের ‘অ্যাডোলসেন্স’ মিনি সিরিজ। সিরিজটি দেখে অভিনেত্রী মৌটুসী বিশ্বাস লিখেছেন, ‘যে দেশে পরিচালক, অভিনয়শিল্পী, চিত্রগ্রাহকদের কলাবুরেশন হয় না, সে দেশে আমরা এমন সিরিজ দেখব, হাহুতাশ করব, বড় বড় বাণী দেব।’
ছবি: ফেসবুক থেকে
৪ / ৫
গায়িকা জেফার ফুটবল খেলোয়াড় হামজা ও তাঁর স্ত্রীর সঙ্গে সম্প্রতি দেখা করেছেন। একসঙ্গে ছবিটি পোস্ট করে জেফার লিখেছেন, ‘হামজা ও তাঁর স্ত্রী অলিভিয়ার সঙ্গে দারুণ সময় কাটল। ফুটবলের মাঠে যেমন তিনি বৈশ্বিক রকস্টার, তেমনি বাস্তবেও নম্র একজন মানুষ।’
ছবি: ফেসবুক থেকে
৫ / ৫
তরুণ অভিনেতা ইমতু রাতিশ এখন ঈদের নাটক ও টেলিভিশন অনুষ্ঠান নিয়ে ব্যস্ত। এই অভিনেতা ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘মানুষের ক্ষতি করাটাও একপ্রকার ঋণ, প্রকৃতির নিয়মে সেটা আপনি ফেরত পাবেনই।’
ছবি: ফেসবুক থেকে