‘দিনের ৪ ঘণ্টা যদি রোডে কেটে যায়...’

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন, প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো আবার সমসাময়িক বিভিন্ন ইস্যুতেও সোচ্চার থাকেন। প্রতিবাদ জানান নিজের অবস্থান থেকে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে বিনোদন অঙ্গনের তারকা–পরিচালকের বর্তমান সময়ের মানসিক অবস্থার চিত্র, কী নিয়ে তাঁরা চিন্তিত ও উদ্বিগ্ন।
১ / ৪
‘সুড়ঙ্গ’ দিয়ে বড় পর্দায় নাম লেখান আফরান নিশো। দুই দশকের বেশি সময় ধরে ছোট পর্দায় কাজের অভিজ্ঞতার পর ওটিটিতে ওয়েব সিরিজ আর ওয়েব ফিল্মে অভিনয় করেন। এরপর চলচ্চিত্রযাত্রা শুরু হয়। ২০২৩ সালে মুক্তি পায় ‘সুড়ঙ্গ’। এরপর টানা কয়েকটি চলচ্চিত্রে দেখা যাওয়ার আভাস দিলে পেরিয়েছে এক বছর। এ বছরের ঈদুল ফিতরে মুক্তি পাবে নিশো অভিনীত চলচ্চিত্র ‘দাগি’। শিহাব শাহীন পরিচালিত এই ছবির শুটিং শেষ হয়েছে। কাল মঙ্গলবার আসবে টিজার। তার আগে আফরান নিশো তাঁর ফেসবুকে খবরটি জানিয়ে লিখেছেন, ‘চমকপ্রদ ঘোষণা। জেলের দাগ একবার যার লাগছে, সেই দাগি, সারাটা জীবন!’ অপেক্ষা শেষ, আগামীকাল আসছে বহুল প্রতীক্ষিত ‘দাগি’র টিজার।
২ / ৪
বাংলাদেশের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ বলিউডের একটি ওটিটির কাজ শেষ করেছেন। কবে এটি মুক্তি পাবে, এ ব্যাপারে নিশ্চিত করে কিছুই বলা যায়নি। এর বাইরে দেশে কাজ শেষ করা দুটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে। জনপ্রিয় এই নায়ক তাঁর ফেসবুকে লিখেছেন, ‘উড়ে যেতে চায় অজানায়...।’
৩ / ৪
দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি ক্ষুব্ধ শিল্পীরাও। বিশেষ করে মাগুরার ৮ বছরের শিশুকে একজন ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন। ধর্ষণের ঘটনায় আসামিদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন শিল্পীরা। ক্ষুব্ধ অভিনয়শিল্পী শানারেই দেবী শানু তাঁর ফেসবুকে লিখেছেন, ‘ভাবতেই লাগে ভয়, এই দেশে এত ধর্ষকের বাস? যেদিকে তাকাই, যেন দেখি শুধু পশুরূপী ধর্ষকের বীভৎস উল্লাস! হায়! ধর্ষিতা এ বাংলার ক্রমাগত বাড়ছে ভীরু দীর্ঘশ্বাস!’
৪ / ৪
রাজধানী ঢাকার বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক নারী পোশাকশ্রমিক। প্রতিবাদে দুটি পোশাক কারখানার শ্রমিকেরা ওই এলাকার সড়ক অবরোধ করেছেন। এতে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। তীব্র যানজটের বিষয়টি নিয়ে পরিচালক অনন্য মামুন ফেসবুকে লিখেছেন, ‘ঢাকা সিটির যানজট নিরসনে সকল সরকারই ব্যর্থ। দিনের ৪ ঘণ্টা যদি সড়কের কেটে যায়, তাহলে সে দেশের উন্নতি হবে কি করে।’