তারকাদের বসন্ত এসে গেছে...

বসন্ত এসে গেছে। তবে গতকাল বৃহস্পতিবার মাঘের শেষ দিন সকাল থেকে দেশের তারকারা নানা সাজে ফেসবুকে ছবি পোস্ট করেছেন। দেশের তারকারা ফুলে, শাড়িতে, ঘুরে বেড়ানোর নানা সাজে ফেসবুকে ছবি পোস্ট করছেন। তাঁরা যেন গতকাল সকাল থেকেই অপেক্ষায় ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুনের। বিনোদন জগতের তারকাদের ছবিতে দেখে নেওয়া যাক বসন্তের হাওয়া কতটা লাগল গায়ে...
১ / ৫
হলুদ শাড়ি আর ফুলের সঙ্গে যেন মিশে গিয়েছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘ফাগুন এসেছে’। সঙ্গে ভালোবাসার ইমো পোস্ট করেছেন
ছবি: ফেসবুক
২ / ৫
শুরুতেই অভিনেত্রী নোভা ফিরোজ ফেসবুকে ফাল্গুনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘কোকিল ডাক দিক বা না দিক, ফুল ফুটুক বা না ফুটুক তারপরও জানাই ফাল্গুনের শুভেচ্ছা, নইলে আগামীকাল (আজ) ভালোবাসার চাপে ফাল্গুন হাওয়া হয়ে যেতে পারে।’
ছবি: ফেসবুক
৩ / ৫
অভিনেত্রী স্বাগতার মনে যে বসন্ত দোলা দিচ্ছে। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, গানে গানে সুরে সুরে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোনে, আগুন লেগেছে বনে বনে’।
ছবি: ফেসবুক
৪ / ৫
গায়িকা লিজা বসন্তের সাজে দিলেন কাজের খবর। গতকাল তিনি লিখেছেন, ‘এবারের ফাল্গুন ভালোবাসা দিবসকে ঘিরে আমার নতুন একক গান “তুমি এলে” প্রকাশ পেতে যাচ্ছে আগামীকাল ১৩ই ফেব্রুয়ারি বিকেল ৪টায়।’ বসন্ত উপলক্ষেই তাঁর গানটি
ছবি: ফেসবুক
৫ / ৫
আরেক গায়িকা ঝিলিক ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘বসন্ত কি এসে গেছে?’
ছবি: ফেসবুক
আরও পড়ুন