তারকাদের বসন্ত এসে গেছে...
বসন্ত এসে গেছে। তবে গতকাল বৃহস্পতিবার মাঘের শেষ দিন সকাল থেকে দেশের তারকারা নানা সাজে ফেসবুকে ছবি পোস্ট করেছেন। দেশের তারকারা ফুলে, শাড়িতে, ঘুরে বেড়ানোর নানা সাজে ফেসবুকে ছবি পোস্ট করছেন। তাঁরা যেন গতকাল সকাল থেকেই অপেক্ষায় ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুনের। বিনোদন জগতের তারকাদের ছবিতে দেখে নেওয়া যাক বসন্তের হাওয়া কতটা লাগল গায়ে...
১ / ৫
২ / ৫
৩ / ৫
৪ / ৫
৫ / ৫