এমা কেবল পাস্তা বানাতে পারেন

৯০তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অস্কার আসরে এমা স্টোন।রয়টার্স

ক্রুডস–ভক্তদের জন্য সুখবর। ২০১৩ সালের জনপ্রিয় অ্যানিমেশন ছবি দ্য ক্রুডস-এর সিকুয়েল দ্য ক্রুডস আ নিউ এজ আসছে। যুক্তরাষ্ট্রের বড় পর্দায় ছবিটি মুক্তি পাবে ২৫ নভেম্বর, থ্যাঙ্কস গিভিং ডের ঠিক আগের দিন। এই ছবিতেও গাইয়ের মুখে শোনা যাবে রায়ান রেনল্ডসের কণ্ঠ। আর প্রিয় ইপের গলায় শোনা যাবে এমা স্টোনের কণ্ঠ। এই দুই হলিউড তারকা এবার লাইভে কথা বললেন পিপল সাময়িকীর সবচেয়ে ছোট্ট পাঠকদের সঙ্গে। কথাবার্তা হলো এই ছবিকে ঘিরেই।

এমা স্টোন
ইনস্টাগ্রাম

প্রথমেই দুজনের কাছে জানতে চাওয়া হয়, থ্যাঙ্কস গিভিংয়ের ডিনারে তাঁরা কী রান্না করবেন? প্রশ্ন শুনে প্রথমেই দুজন দুজনের দিকে তাকিয়ে মুখ টিপে হেসেছেন। তারপর স্বীকার করেছেন, কেউই ভালো রান্না পারেন না। ৩১ বছরের এমা বললেন, ‘আমি রান্নাঘরে সময় কাটাতে ভালোবাসি। তবে রান্না করতে ভালোবাসি না। ও হ্যাঁ, আমি পাস্তা বানাতে পারি। মাঝেমধ্যে বানাই। আর কেবল মাখন দিয়ে পনির বানাই।’

কথা কেড়ে নিয়ে রেনল্ড বলেন, রান্নায় তিনি ‘এমার চেয়ে’ অন্তত ঢের পাকা। বললেন, ‘আমি খুব ভালো বিস্কুট বানাতে পারি। অন্তত আমার কাছে আমার বানানো বিস্কুট খেতে খুব ভালো লাগে। ব্লেক (ব্লেক লাইভলি, রায়ানের দাম্পত্যসঙ্গী) অবশ্য ভালো–মন্দ কিছু বলে না। গম্ভীর মুখ করে আমার বিস্কুট খায়।’

এমা স্টোন
সংগৃহীত

আরেকজন প্রশ্ন করল, আপনাদের যদি ক্রুডসদের মতো গুহায় থাকতে দেওয়া হয়, কী করবেন? এমা জানালেন, তিনি ভালুকের মতো কেবল ঘুমাবেন। আর তিন কন্যার বাবা রায়ান মাথা নেড়ে জানালেন, তিনি ঘুমাতে পারবেন না। কেননা তিনি ঘুমিয়ে পড়লেই তাঁর মেয়েরা গায়ের ওপর উঠে লাফালাফি করে খেলতে শুরু করবে।