এক দিনেই ৫৮ কোটি টাকা আয়
মুক্তির প্রথম দিন যুক্তরাজ্যের বক্স অফিস থেকে প্রায় ৫৮ কোটি টাকা বা ৫ মিলিয়ন পাউন্ড আয় করেছে ড্যানিয়েল ক্রেগ অভিনীত ‘বন্ড’ সিরিজের পঞ্চম ও শেষ ছবি ‘নো টাইম টু ডাই’। মহামারির কারণে বেশ কয়েকবার মুক্তির তারিখ পেছানোর পর ছবিটির ভাগ্যে কী আছে, সেদিকে তাকিয়ে ছিলেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। প্রযোজনা সংস্থা ইউনিভার্সেলের তথ্য অনুসারে, ২০১৫ সালের ‘স্পেকট্রা’ থেকে এই আয় ১৩ শতাংশ বেশি, আবার ২০১২ সালের ‘স্কাইফল’ থেকে ২৬ শতাংশ কম। তাদের দাবি, ‘নো টাইম টু ডাই’ হচ্ছে যুক্তরাজ্যের সবচেয়ে বড় আকারের ছবি মুক্তির ঘটনা। যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের ৭৭২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। রোববার পর্যন্ত এ আয় গিয়ে দাঁড়িয়েছে ২৪৫ কোটি পাউন্ড।
এদিকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউড ওয়াক অব ফেমে ডাক পড়েছে অভিনেতা ড্যানিয়েল ক্রেগের। হলিউডে বিশেষ অবদান রাখার স্বীকৃতি পেতে যাচ্ছেন তিনি। হলিউড বুলভার্ডের ১৫টি ব্লক এবং ভাইন স্ট্রিটের ৩টি ব্লক মিলে ওয়াক অব ফেম। আড়াই হাজারের বেশি তারা বসানো রয়েছে ওয়াক অব ফেমের মেঝে ও দেয়ালে। তারাগুলো পিতল এবং টেরাজো টাইলস দিয়ে তৈরি। অভিনয়শিল্পী, সংগীতশিল্পী, প্রযোজক, পরিচালক, নাটক বা গানের দল, কাল্পনিক চরিত্র—সবার নাম খচিত হয়েছে এই পথে। সেখানে যুক্ত হচ্ছে ড্যানিয়েল ক্রেগের নাম। ৬ অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় তাঁকে ওয়াক অব ফেম স্টার সম্মাননা দেওয়া হবে। অনুষ্ঠানে বক্তব্য দেবেন রামি মালেক, মাইকেল জি উইলসন ও বারবারা ব্রকলি।
হলিউড ওয়াক অব ফেম পরিচালনা করে হলিউডের চেম্বার অব কমার্স যার ব্যয়ভার বহন করে হলিউড হিস্টোরিক ট্রাস্ট। এটি একটি জনপ্রিয় পর্যটন স্থান, যেখানে প্রতিবছর লাখ লাখ পর্যটক বেড়াতে যান।