৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা ছবির পুরস্কার জিতল ‘আনোরা’। আজ সকালে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছে অস্কারের আয়োজন, সেখানেই সেরা সিনেমার পুরস্কার জিতল শন বেকারের সিনেমাটি। এর আগে এ সিনেমার জন্য সেরা নির্মার্তার পুরস্কার জিতেছেন শন বেকার, মাইকি ম্যাডিসন হয়েছেন সেরা অভিনেত্রী।
‘আনোরা’, ‘কনক্লেভ’, ‘দ্য ব্রুটালিস্ট’, ‘এমিলিয়া পেরেজ’—এই চার সিনেমার মধ্যে থেকে একটি জিতবে সেরার পুরস্কার; আগেই এমন পূর্বাভাস দিয়েছিলেন সমালোচকেরা। শেষ পর্যন্ত সেরা সিনেমা হলো ‘আনোরা’।
কুখ্যাত রাশিয়ান গ্যাংস্টারের ছেলে এক স্ট্রিপ ড্যান্সারের প্রেমে পড়ে। দুজন বিয়ে করে, কিন্তু সেই গ্যাংস্টার বিয়ে মেনে নেয় না।
এমন গল্প নিয়ে শন বেকারের সিনেমা ‘আনোরা’। গত বছর কান উৎসবে স্বর্ণপাম জেতা সিনেমাটি আদতে নিম্নবিত্ত মানুষের জীবনের বাস্তবতা আর তাঁদের স্বপ্নের টানাপোড়েনের গল্প।
গত বছর যখন কানে সিনেমাটি স্বর্ণপাম জেতে, অনেকেই চমকে গিয়েছিলেন। কারণ, সেবারের উৎসবে হেভিওয়েট নির্মাতাদের হারিয়ে সেরার পুরস্কার জেতা সহজ ছিল না। কান ঘুরে এখন অস্কারেও সেরা সিনেমা হলো এটি।
শন বেকারের সঙ্গে ‘আনোরা’ প্রযোজনা করেছেন নির্মাতার স্ত্রী সামান্থা কোয়ান। ২০২৩ সালে নিউইয়র্কে শুটিং হয় সিনেমাটির। ২০২৪ সালের ২১ মে কান উৎসবে প্রিমিয়ার হয় সিনেমাটির। প্রদর্শনীর পর ১০ মিনিট ধরে দর্শকের স্ট্যান্ডিং ওভেশন পায়।