ব্রডি-বেরির চুম্বন, শ্যালামের খালি হাত, আরও যা হলো অস্কারে

আজ ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ পাঁচ পুরস্কার জিতেছে শন বেকারের সিনেমা ‘আনোরা’। পুরস্কার ছাড়াও অনুষ্ঠানে ছিল নানা ঘটনা। এএফপি অবলম্বনে এমন ১০ ঘটনা জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে-

১ / ১০
‘আ কমপ্লিট আননোন’ সিনেমায় তরুণ বব ডিলানের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান টিমোথি শ্যালামে। অনেকেই ভেবেছিলেন, সেরা অভিনেতার পুরস্কার জিতবেন তিনি। তবে সেই পুরস্কার পেয়েছেন অ্যাড্রিয়েন ব্রডি। শ্যালামে ফিরেছেন খালি হাতে। এএফপি
আরও পড়ুন
২ / ১০
২০০৩ সালের অস্কারের বহুল আলোচিত ঘটনা ছিল অ্যাড্রিয়েন ব্রডি ও হ্যালি বেরির চুম্বন। ২২ বছর পর এবারের অস্কারে পুনরাবৃত্তি হলো সেই চুম্বন। হ্যালি বেরি বলেন, ‘সেবার সে (ব্রডি) শুরু করেছিল। আমাদের দুজনের জন্যই সেটা ছিল খ্যাপাটে মুহূর্ত, এবার আমি সেটা ফিরিয়ে দিলাম।’ এএফপি
৩ / ১০
গত বছর ‘দ্য সাবট্যান্স’ সিনেমায় অভিনয় করে নজর কাড়েন তরুণ অভিনেত্রী মারগারেট কোয়ালি। এবারের অস্কারে জেমস বন্ডকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছিল বিশেষ পরিবেশনা। সেখানে পারফর্ম করেন কোয়ালি। এএফপি
৪ / ১০
অনেকেই ভেবেছিলেন ‘দ্য সাবস্ট্যান্স’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতবেন ডেমি মুর। কিন্তু শেষ পর্যন্ত ‘আনোরা’র জন্য পুরস্কার পেয়েছেন মাইকি ম্যাডিসন। পুরস্কার পেয়ে যেন বিশ্বাসই করতে পারছিলেন না তরুণ অভিনেত্রী। এএফপি
৫ / ১০
ব্ল্যাকপিংকের আলোচিত গায়িকা-অভিনেত্রী লিসা। এবারের অস্কারে পারফর্ম করেন এই তারকা। এএফপি
৬ / ১০
মঞ্চে এমা স্টোন। এবার সেরা অভিনেত্রীর নাম ঘোষণা করেন অস্কারজয়ী অভিনেত্রী এমা স্টোন। তাঁর নতুন লুক বেশ পছন্দ করেছেন ভক্ত-অনুসারীরা। এএফপি
৭ / ১০
মঞ্চে স্প্যানিশ তারকা পেনেলোপি ক্রুজ। সেরা আন্তর্জাতিক সিনেমার নাম ঘোষণা করেন তিনি। এএফপি
৮ / ১০
অস্কারে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন কিরান কালকিন। পুরস্কার পাওয়ার পর অভিনেতা বলেন, ‘স্ত্রী আমাকে বলেছিল, পুরস্কার পেলে চতুর্থ সন্তান উপহার দেবে। পুরস্কার পেয়ে ভালো লাগছে।’ এএফপি
৯ / ১০
কাইল জেনার আর টিমোথি শ্যালামে প্রেম করছেন। প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় তাঁদের। অস্কারেও তাঁদের ঘনিষ্ঠ উপস্থিতি আলোচনায় ছিল। এএফপি
১০ / ১০
একটি বিশেষ মুহূর্তে স্যামুয়েল এল জ্যাকসন ও সেলেনা গোমেজ। রয়টার্স