শ্যালামে থেকে ডেমি মুর, স্যাগ অ্যাওয়ার্ডসে পুরস্কার জিতলেন কারা
এডওয়ার্ড বার্গারের রাজনৈতিক থ্রিলার সিনেমা ‘কনক্লেভ’ গত বছরের অক্টোবরে প্রেক্ষাগৃহে মুক্তির পর প্রশংসিত হয়। সমালোচকদের প্রশংসার পাশাপাশি চলতি বছর পুরস্কার অনুষ্ঠানেও বড় পুরস্কার বাগিয়েছে সিনেমাটি। আগামী সপ্তাহে অনুষ্ঠেয় অস্কারেও পেয়েছে ছয় মনোনয়ন। তার আগে গতকাল রোববার রাতে অনুষ্ঠিত স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডসে (স্যাগ) সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কার বাগিয়েছে সিনেমাটি। খবর এএফপির
গতকাল রাতে লস অ্যাঞ্জেলেসে বসেছিল স্যাগ পুরস্কারের ৩১তম আসর। এখানে সর্বোচ্চ চারটি পুরস্কার জিতেছে আলোচিত সিরিজ ‘শোগান’।
স্যাগের সবচেয়ে বড় পুরস্কার ‘আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স বাই আ ক্যাস্ট ইন আ মোশন পিকচার’ জিতেছে ‘কনক্লেভ’।
তরুণ বয়সের বব ডিলানের গল্প নিয়ে জেমস ম্যানগোল্ডের সিনেমা ‘আ কমপ্লিট আননোন’ মুক্তি পায় গত বছরের ডিসেম্বরে। ছবিতে ডিলানের চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয় টিমোথি শ্যালামে। অস্কারেও সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন তিনি।
এবার স্যাগে জিতলেন প্রধান চরিত্রে সেরা পুরুষ অভিনয়শিল্পীর পুরস্কার জিতেছেন তিনি। পুরস্কার গ্রহণ করে তরুণ এই অভিনয়শিল্পী জানান, সেরাদের একজন হতে চান তিনি। ড্যানিয়েল ডে-লুইস, মার্লোন ব্র্যান্ডোকে নিজের প্রেরণা হিসেবে উল্লেখ করেন শ্যালামে।
চলতি বছর গোল্ডেন গ্লোবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে পুরস্কার-খরা কেটেছে নব্বই দশকের আলোচিত অভিনেত্রী ডেমি মুরের। গত বছরের আলোচিত বডি হরর সিনেমা ‘দ্য সাবস্ট্যান্স’-এর জন্য স্যাগেও প্রধান চরিত্রে সেরা নারী অভিনয়শিল্পী হয়েছেন তিনি। পুরস্কার গ্রহণ করে ডেমি মুর বলেন, ‘অভিনয় আমাকে জীবনের নতুন মানে খুঁজে নিতে সাহায্য করেছে।’
‘কনক্লেভ’, টিমোথি শ্যালামে বা ডেমি মুর, স্যাগের প্রধান তিন পুরস্কারকেই ‘আপসেট’ বলছেন সমালোচকেরা। এই ‘আপসেট’ অস্কারকে আরও জমিয়ে দিল।
এ ছাড়া অনুমিতভাবেই ‘আর রিয়েল পেইন’-এর জন্য পার্শ্ব চরিত্রে সেরা পুরুষ অভিনেতা হয়েছেন কিরান কালকিন, ‘এমিলিয়া পেরেজ’-এর জন্য পার্শ্ব চরিত্রে সেরা নারী অভিনেত্রী হয়েছেন জোয়ি সালডানা।
টেলিভিশনের পুরস্কারে যথারীতি দাপট দেখিয়েছে ‘শোগান’। ‘আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স বাই অ্যান অনসম্বল ইন আ ড্রামা’ সিরিজ পুরস্কার জিতেছে হুলুর সিরিজ ‘শোগান’। ড্রামা সিরিজ বিভাগে প্রধান চরিত্রে সেরা পুরুষ অভিনয়শিল্পী হয়েছেন হিরোয়ুকি সানাডা (‘শোগান’), সেরা নারী অভিনয়শিল্পী আনা সাওয়াই (‘শোগান’)।
টেলিভিশন মুভি বা লিমিটেড সিরিজ বিভাগে প্রধান চরিত্রে সেরা পুরুষ অভিনয়শিল্পী হয়েছেন কলিন ফারেল (‘দ্য পেঙ্গুইন’)। একই বিভাগে সেরা নারী অভিনয়শিল্পীর পুরস্কার জিতেছেন জেসিকা গানিং (‘বেবি রেইন্ডার’)।
এ ছাড়া হুলুর আরেকটি আলোচিত সিরিজ ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ পেয়েছে ‘আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স বাই অ্যান অনসম্বল ইন আ কমেডি’ সিরিজের পুরস্কার।
স্যাগে আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন জেন ফন্ডা। পুরস্কার গ্রহণ করে যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনীতির বিরুদ্ধে হলিউডকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।