৬ বছর বয়সে অভিনয় শুরু, ১৮ বছরেই কোটিপতি

মাত্র ৬ বছর বয়সে অভিনয়ে অভিষেক হয়। পরে পেয়েছিলেন অস্কার মনোনয়ন। বলছি অভিনেত্রী ডায়ান লেনের কথা। যিনি ১৮ বছর বয়সেই মাল্টিমিলিয়নিয়ার হন। ১৯৬৫ সালের ২৫ জানুয়ারি, আজকের দিনে তাঁর জন্ম। বিশেষ এই দিনে দেখে নিতে পারেন তাঁর জানা-অজানা নানা কথা।
১ / ৬
অ্যাক্টিং কোচ বার্ট লেনের কন্যা এই ডায়ান। যে কারণে শৈশব থেকেই অভিনয়ের পরিবেশ পেয়েছিলেন। অভিনয় দেখতে দেখতেই অভিনয়ের প্রেমে পড়া।
ছবি: আইএমডিবি
২ / ৬
মাত্র ৬ বছর বয়সে তিনি শিশুশিল্পী হিসেবে মঞ্চে অভিনয় করে প্রশংসিত হন। পরে সিনেমায় নায়িকা হিসেবে নাম লেখান ১৩ বছর বয়সে। যুক্তরাষ্ট্রের টিনএজারদের নিয়ে ‘আ লিটল রোমান্স’ ছিল তাঁর প্রথম সিনেমা। প্রথম সিনেমা দিয়েই নবাগত হিসেবে পুরস্কার জিতেছিলেন।
ছবি: আইএমডিবি
৩ / ৬
প্রথম সিনেমাতেই সহ–অভিনয়শিল্পী হিসেবে পেয়েছিলেন লরেন্স অলিভিয়ার মতো তারকা। পরের বছরেই তাঁকে নিয়ে টাইম ম্যাগাজিনের কভার করা হয়েছিল। সিনেমাটি দর্শক গ্রহণ করায় পথচলাটা সহজ হয়। একের পর এক সিনেমায় অভিনয় করতে থাকেন।
ছবি: আইএমডিবি
৪ / ৬
২০০৫ সালে তিনি মাস্ট লাভ ডগস সিনেমার জন্য ৬০ লাখ ডলার পারিশ্রমিক নিয়েছিলেন। ’৯০–এর দশকেই তিনি ২০ থেকে ৩০ লাখ ডলার পারিশ্রমিক নিতে থাকেন। মাত্র ১৮ বছর বয়সেই মাল্টিমিলিয়নিয়ার হয়ে যান।
ছবি: আইএমডিবি
৫ / ৬
২০০৩ সালে পিপল ম্যাগাজিনের ভোটে সেরা সুন্দর মনের মানুষ হিসেবে নির্বাচিত হন। পরে তিনি কাঙ্ক্ষিত নারীর তালিকায়ও জায়গা পান।
ছবি: আইএমডিবি
৬ / ৬
তারকাদের পছন্দের কত কিছুই না থাকে। এই অভিনেত্রীর সবচেয়ে বেশি পছন্দের ছিল ঐতিহ্যবাহী পুরোনো ফার্নিচার সংগ্রহ করা। তিনি পায়ের উঁচু হিলও সংগ্রহ করতেন।
ছবি: আইএমডিবি