হ্যাকম্যানের মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য
গত বুধবার অস্কারজয়ী মার্কিন অভিনেতা জিন হ্যাকম্যান ও তাঁর স্ত্রী বেটসি আরাকাওয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁদের মৃত্যুর রহস্য এখনো পুরো খোলাসা হয়নি। এদিকে তাঁদের মৃত্যু ঘিরে প্রকাশ্যে এসেছে নতুন তথ্য, যা উসকে দিয়েছে নতুন প্রশ্ন।
জিন হ্যাকম্যানের রহস্যজনক মৃত্যুতে সারা দুনিয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিউ মেক্সিকোর সান্তা ফে এলাকায় একটি আবাসনের কটেজে বুধবার জিন, তাঁর স্ত্রী ও পোষা কুকুরকে মৃত অবস্থায় পাওয়া যায়।
অনেকেই অনুমান করেছিলেন, কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় হ্যাকম্যান ও বেটসির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে কার্বন মনোক্সাইড পরীক্ষায় দুজনই নেগেটিভ। এদিকে শুক্রবার এক সংবাদ সম্মেলনে সান্তা ফের শেরিফ অ্যাডান মেনডোজা জানিয়েছেন, মরদেহ উদ্ধারের ৯ দিন আগেই হ্যাকম্যানের মৃত্যু হয়ে থাকতে পারে! তিনি বলেন, ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত হ্যাকম্যানের কার্যক্রম সম্পর্কে জানা যায়, সেটিই ছিল সম্ভবত তাঁর জীবনের শেষ দিন।
ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে ঠিক কোন দিন মৃত্যু হয়েছে, তা প্রাথমিকভাবে স্পষ্ট করতে পারছিলেন না তদন্তকারীরা। ৯৫ বছরের অভিনেতার বুকে বসানো ছিল পেসমেকার। সেই পেসমেকারের রেকর্ডের মাধ্যমে অনুমান করা হচ্ছে, ১৭ ফেব্রুয়ারি শেষনিশ্বাস ত্যাগ করেছিলেন জিন।
গত বুধবার বিকেলে শেরিফের অফিস থেকে কর্মীরা যান সান্তা ফের সেই আবাসনে। এর পরেই জানা যায়, এক বাড়িতে এক বৃদ্ধ দম্পতি ও তাঁদের পোষ্যের দেহ পাওয়া গেছে। পরে জানা যায়, দেহ দুটি অভিনেতা জিন ও তাঁর স্ত্রী বেটসি আরাকাওয়ার।
দরজার পাশেই পড়েছিল বেটসি আরাকাওয়ার দেহ। অন্য একটি ঘরে পড়েছিল জিন হ্যাকম্যানের দেহ। তাঁর শরীরে সম্পূর্ণ পোশাক ছিল। দেহের পাশেই রাখা ছিল একটি রোদচশমা। শৌচাগারে পড়েছিল তাঁদের পোষ্য কুকুরের দেহ।
তবে এই মৃত্যু কখন, কী ভাবে হয়েছে, তা নিয়ে এখনো তদন্ত চলছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, এটি সম্ভবত খুনের ঘটনা নয়। সপরিবার আত্মহননের পথ বেছে নিয়েছিলেন কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন।
প্রায় চার দশকের ক্যারিয়ারে ‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’ ও ‘আনফরগিভেন’ ছবির জন্য দুবার অস্কার পুরস্কার পেয়েছেন হ্যাকম্যান।
সূত্র : সিএনএন, ভ্যারাইটি