বাদ দেওয়া ঘনিষ্ঠ দৃশ্য কিনতে ৬ কোটি টাকার প্রস্তাব
এইচবিওর বহুল চর্চিত সিরিজ ‘দ্য হোয়াই লোটাস’। গত সপ্তাহেই শেষ হয়েছে সিরিজটির তৃতীয় মৌসুমের প্রচার। সিরিজটি বরাবরই আলোচিত-সমালোচিত এতে থাকা ঘনিষ্ঠ দৃশ্যের জন্য। বিভিন্ন সূত্রে জানা গেছে, শুটিংয়ের পরও তৃতীয় মৌসুমের অনেকগুলো ঘনিষ্ঠ দৃশ্য প্রচার করেনি এইচবিও। এবার একটি প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইট এইচবিওকে মুছে ফেলে এসব ঘনিষ্ঠ দৃশ্য তাদের কাছে বিক্রির প্রস্তাব দিয়েছে। এ জন্য ওয়েবসাইটটি ৫ লাখ ডলার বা ৬ কোটি টাকার বেশি দিতেও রাজি। খবর মেনস জার্নালের
‘দ্য হোয়াইট লোটাস’ সারা দুনিয়াজুড়েই তরুণদের অন্যতম পছন্দের সিরিজ। আগের দুই মৌসুমের মতো এ মৌসুমও ভক্ত-দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। এই সিরিজের পাত্র–পাত্রীরও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে চর্চিত।
এ জনপ্রিয়তাই কাজে লাগাতে চায় প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইটটি। তৃতীয় মৌসুমে শুটিং করা অনেক ঘনিষ্ঠ দৃশ্য প্রচারিত হয়নি, এ তথ্য চাউর হওয়ার পরেই প্ল্যাটফর্মটি উঠেপড়ে লেগেছে এসব দৃশ্য কিনতে। তবে এ বিষয়ে এইচবিওর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ব্যয়বহুল রিসোর্ট, অবকাশযাপন, ‘অনৈতিক’ ব্যাপারস্যাপার আর সম্পর্কের গল্প নিয়ে ‘দ্য হোয়াইট লোটাস’। এইচবিও আর এইচবিও ম্যাক্সে ২০২১ সালে যখন সিরিজটির প্রথম মৌসুম মুক্তি পায়, তখনই ব্যাপক প্রশংসিত হয়।
২০২২ সালে পরের মৌসুমের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটে। জনপ্রিয় সব পর্যটনকেন্দ্রে শুটিং, সময়ের সঙ্গে যায় এমন সব বিষয়; তাই বোদ্ধা থেকে সাধারণ দর্শক—সবারই সিরিজটি পছন্দ। তবে এসব ছাপিয়েও বড় কারণ হলো নির্মাতাদের বার্তা। কার্যত পুরো সিরিজেই পুঁজিবাদী সমাজ নিয়ে বার্তা দিতে চেয়েছেন নির্মাতারা। আর গুরুগম্ভীর কোনো সংলাপ বা অতি নাটকীয়তা ছাড়াই ডার্ক কমেডির মোড়কে সেটা দেওয়া হয়েছে।
গত ১৬ ফেব্রুয়ারি মুক্তি পায় ‘দ্য হোয়াইট লোটাস’-এর তৃতীয় মৌসুমের প্রথম পর্ব, শেষটি প্রচারিত হয় ৬ এপ্রিল। সিরিজটির ক্রিয়েটর মাইক হোয়াইট।