গোল্ডেন গ্লোব, কার হাতে কোন পুরস্কার

আজ সকালে অনুষ্ঠিত হয় ৮২তম গোল্ডেন গ্লোব পুরস্কার। এএফপি অবলম্বনে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ বিভাগগুলো কার হাতে কোন পুরস্কার উঠল-

১ / ১১
‘এমিলিয়া পেরেজ’ ছবির অভিনয়শিল্পী ও পরিচালক। ছবিটি এবারের আসরে সর্বোচ্চ চারটি পুরস্কার জিতেছে। এএফপি
২ / ১১
‘এমিলিয়া পেরেজ’ অভিনেত্রী জোয়ি সালডানা। তিনি পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার। এএফপি
৩ / ১১
সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার হাতে কিরান কালকিন। ‘আ রিয়েল পেইন’-এর জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি। এএফপি
৪ / ১১
মিউজিক্যাল/ কমেডি বিভাগে সেরা অভিনেতা হয়েছেন সেবাস্তিয়ান স্ট্যান। ‘আ ডিফারেন্ট ম্যান’ ছবির জন্য পুরস্কার পেয়েছেন তিনি। এএফপি
৫ / ১১
মিউজিক্যাল/ কমেডি বিভাগে সেরা অভিনেত্রী হয়েছেন ডেমি মুর। দীর্ঘ ক্যারিয়ারে এবারই প্রথম এ পুরস্কার জিতলেন তিনি। গত বছরের আলোচিত ‘দ্য সাবস্ট্যান্স’ ছবির জন্য তাঁর হাতে উঠল পুরস্কার। এএফপি
৬ / ১১
ড্রামা বিভাগে ‘দ্য ব্রুটালিস্ট’-এর সেরা অভিনেতা হয়েছেন অড্রিয়েন ব্রডি। এএফপি
৭ / ১১
ড্রামা বিভাগে ‘আই অ্যাম স্টিল হেয়ার’-এর জন্য সেরা অভিনেত্রী হয়েছেন ফারনান্ডা তোরেস। এএফপি
৮ / ১১
‘দ্য ব্রুটালিস্ট’-এর জন্য সেরা পরিচালক হয়েছেন ব্র্যাডি করবেট। এএফপি
৯ / ১১
টিভি বিভাগের সর্বোচ্চ চার পুরস্কার জিতেছে ‘শোগান’। পুরস্কার হাতে ড্রামা বিভাগের সেরা অভিনেতা হিরোয়ুকি সানাডা। এএফপি
১০ / ১১
ড্রামা বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কারও পেয়েছেন ‘শোগান’। পুরস্কার হাতে সিরিজটির অভিনেত্রী আনা সাওয়াইকে দেখা যাচ্ছে। এএফপি
আরও পড়ুন
১১ / ১১
এবারের গোল্ডেন গ্লোব সঞ্চালনা করেন কার্মিন কমেডিয়ান নিকি গ্লেসার। এএফপি