আবার গণহত্যা থেকে বাঁচতে ছুটছেন ব্রডি

‘দ্য ব্রুটালিস্ট’–এর দৃশ্য। আইএমডিবি

ব্র্যাডি করবেট ছিলেন অভিনেতা। ‘থার্টিন’, ‘মেলানকোলিয়া’, ‘ক্লাউস অব সিলস মারিয়া’-এর মতো সিনেমায় দেখা গেছে তাঁকে। করেছেন ব্যাপক জনপ্রিয়তা পাওয়া সিরিজ ‘২৪’ও। সেই করবেট নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন ২০১৫ সালে ‘দ্য চাইল্ডহুড অব আ লিডার’ দিয়ে। নির্মাতা হিসেবে ‘দ্য ব্রুটালিস্ট’ তাঁর তৃতীয় সিনেমা। ক্যারিয়ারের তৃতীয় সিনেমা দিয়েই নতুন এক ইতিহাস লেখার অপেক্ষায় তিনি। এবারের অস্কারে ‘দ্য ব্রুটালিস্ট’ মনোনয়ন পেয়েছে ১০ ক্যাটাগরিতে। এর মধ্যে আছে সেরা সিনেমা, সেরা নির্মাতা, সেরা অভিনেতার মতো গুরুত্বপূর্ণ বিভাগ।

‘দ্য ব্রুটালিস্ট’ আলোচনায় আসে গত বছরের ভেনিস উৎসবে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও হাঙ্গেরির যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির জন্য সেরা নির্মাতার পুরস্কার জেতেন করবেট। পরে ২০ ডিসেম্বর মুক্তি পায় যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে। সমালোচকদের কাছে ব্যাপক প্রশংসা পায়। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট ২০২৪ সালের যে সেরা ১০ সিনেমার তালিকা করেছিল, সেখানেও ছিল ‘দ্য ব্রুটালিস্ট’। কেবল সমালোচকেরাই নন, সাধারণ দর্শকেরও ভালোবাসা পেয়েছে সিনেমাটি। ৯ দশমিক ৬ মিলিয়ন ডলার বাজেটের সিনেমাটি আয় করেছে ৩৬ দশমিক ৬ মিলিয়ন ডলার।

‘দ্য ব্রুটালিস্ট’–এর দৃশ্য। আইএমডিবি

হাঙ্গেরির গণহত্যা থেকে বেঁচে যাওয়া এক তরুণ স্থপতির গল্প নিয়ে ‘দ্য ব্রুটালিস্ট’। যে স্থপতি যুক্তরাষ্ট্রে গিয়ে তার ‘আমেরিকান ড্রিম’ বাস্তবায়ন করতে চায়। ‘দ্য ব্রুটালিস্ট’ এখন অনেক প্রশংসা পেলেও নির্মাণের আগে করবেটের কাছে এটি দূরতম কল্পনাতেও ছিল না। চলতি বছরের শুরুতে গোল্ডেন গ্লোবে সেরা নির্মাতার পুরস্কার জয়ের পর তিনি বলেন, ‘ইতিহাস খুঁড়ে কেউ আমাকে সেই ১৯৪০ সালের গল্প তুলে আনতে বলেনি; বরং বলা হয়েছিল, সাড়ে তিন ঘণ্টার এ ছবি কেউ দেখতে আসবে না।’

এ সিনেমা যেন অভিনেতা হিসেবে অ্যড্রিয়েন ব্রডির ক্যারিয়ারে নতুন বাঁকবদল এনে দিয়েছে। ২০০২ সালে ‘দ্য পিয়ানিস্ট’-এর জন্য ২৯ বছর বয়সে সর্বকনিষ্ঠ অভিনেতা হিসেবে অস্কার জেতেন ব্রডি। এরপর সাম্প্রতিক সময়ে বলার মতো তেমন কোনো কাজ নেই। এ সিনেমা দিয়ে সেরা অভিনেতার পুরস্কার জেতা ব্রডির জন্যও তাই অন্য রকম ফেরা। ‘দ্য ব্রুটালিস্ট’-এর মতো রোমান পোলানস্কির সে ছবিতেও এক ইহুদির চরিত্রের অভিনয় করেছিলেন, যে গণহত্যা থেকে বাঁচার চেষ্টা করছে!

‘দ্য ব্রুটালিস্ট’–এর দৃশ্য। আইএমডিবি

পুরো ক্যারিয়ারজুড়ে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে গেছেন ব্রডি। এ প্রসঙ্গে গত মাসে চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম ভ্যারাইটিকে তিনি বলেন, ‘আমি দেখতে সিনেমার প্রথাগত নায়কের মতো নই। এই অপ্রচলিত চেহারার কারণে কখনো আমার কাজ ভালো লাগে, কখনো আবার সেটাই হয়ে ওঠে নেতিবাচক দিক। সৌভাগ্যবশত এবার সেটা কাজে লেগে গেছে (হাসি)।’

বিষয়বস্তুর কারণেই ‘দ্য পিয়ানিস্ট’ ও ‘দ্য ব্রুটালিস্ট’-এর মধ্যে বারবার তুলনা আসছে। তবে ব্রডি মনে করেন, কিছু মিল থাকলেও দুই সিনেমার মধ্যে অনেক পার্থক্যও আছে। তাঁর ভাষ্যে, ‘তখন (‘দ্য পিয়ানিস্ট’-এর সময়) আমার বয়স কম ছিল। তরুণ অভিনেতা হিসেবে আমি ইতিহাসকে বুঝতে চেয়েছি। তখন আমার দায়িত্ব ছিল এমন এক অনুভূতি ধারণ করা, যা অনেক মানুষের প্রতিনিধিত্ব করে। এবার আমি এমন একজনকে পর্দায় তুলে এনেছি, যে আমেরিকায় নিজের স্বপ্ন বাস্তবায়নে নেমেছে।’

অ্যড্রিয়েন ব্রডি। এএফপি

গণহত্যা থেকে বাঁচার চেষ্টা করছে, এমন চরিত্রে সঙ্গে ব্রডি যে এত ভালোভাবে মানিয়ে যান, তার একটা অন্য কারণও আছে। অভিনেতার নিজের মা এবং দাদা-দাদি ১৯৫০-এর দশকে হাঙ্গেরি ছেড়ে পালিয়ে এসেছিলেন যুক্তরাষ্ট্রে! তাই ‘দ্য ব্রুটালিস্ট’-এর গল্প ব্রডির কাছে তাই ‘একান্তই ব্যক্তিগত’।

আরও পড়ুন

সমালোচকদের অনুমান, সেরা সিনেমা, সেরা নির্মাতা ও সেরা অভিনেতা—এই তিন বিভাগের অন্তত দুটিতে পুরস্কার জিতবে ‘দ্য ব্রুটালিস্ট’।
তথ্যসূত্র: এএফপি, আইএমডিবি, ভ্যারাইটি