বছরের প্রথম বিলিয়ন ডলার আয়ের রেকর্ড গড়েছে সিনেমাটি
বছরের প্রথম সিনেমা হিসেবে বিলিয়ন ডলার আয়ের রেকর্ড গড়েছে অ্যানিমেশন সিনেমা ‘ইনসাইড আউট ২’।
হলিউডের বাজার ও বিশ্বব্যাপী আয়ে এই রেকর্ড গড়েছে সিনেমাটি। শুধু তাই নয়, ১১তম কোনো অ্যানিমেশন সিনেমা হিসেবে বিলিয়ন ডলারের ঘরে প্রবেশ করেছে ‘ইনসাইড আউট’–এর এই সিকুয়েল।
বিশ্বব্যাপী ১৪ জুন সিনেমাটি মুক্তির পর থেকে উত্তর আমেরিকা থেকে আয় করে ৪৬৯.৩ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক বাজার থেকে আয় করে ৫৪৫ মিলিয়ন ডলার। সব মিলিয়ে হাজার মিলিয়ন ডলার। এটি দিয়ে এখন পর্যন্ত ডিজনির ৮টি সিনেমা বিলিয়ন ডলার আয়ের ক্লাবে প্রবেশ করল।
শুরুতে বক্স অফিসে কিছুটা হোঁচট খেলে ধারণা করা হয়েছিল সিনেমাটি বিলিয়ন ডলার আয় করতে পারবে না। কারণ, গত ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া ‘ডিউন: পার্ট-২’ প্রথম দিনের আয় ছিল বেশি। পরে সিনেমাটি বিলিয়ন ডলার আয় করতে ব্যর্থ হয়।
পরে পরিস্থিতি বদলে যেতে থাকে। দর্শক ক্রমাগত বাড়তে থাকে। টানা তিন সপ্তাহ ধরে সিনেমাটি বক্স অফিসে শীর্ষে ছিল। হলিউড ও আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বেশি আয় করা সিনেমার জায়গা দখল করে নেয় এটি।
গত বছরে মুক্তি পাওয়া ‘বার্বি’ সিনেমার মতোই বক্স অফিস চাঙা রেখেছিল সিনেমাটি। দুটি সিনেমার প্রথম দিনের আয়ও প্রায় একই রকম। যে কারণে প্রযোজনা প্রতিষ্ঠান ধারণা করেছিল, এবার রেকর্ড গড়তে পারে ‘ইনসাইড আউট-২’। সেটাই হলো।
২০১৫ সালে মুক্তি পায় ‘ইনসাইড আউট’। সিনেমাটি ৮৫৯ মিলিয়ন ডলার আয় করে। পরে সিনেমাটির দ্বিতীয় কিস্তির ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান। কিন্তু কোভিডসহ নানা কারণে আটকে যায় কাজ।
ন্যাশনাল থিয়েটার অনার অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা মিশেল ও’লিয়ারি ভ্যারাইটিকে বলেন, ‘ইতিহাসে এই প্রথম কোনো অ্যানিমেশন সিনেমা দ্রুত সময়ে বিলিয়ন ডলার আয় করল। অভিনন্দন ডিজনিকে।’