বিতর্ক ডেভারকে ভাবায় না

কেইটলিন ডেভার। ছবি: এএফপি

টিভি সিরিজের খোঁজখবর রাখলে কেইটলিন ডেভারকে আপনার চেনার কথা। ওয়েব আর টিভি সিরিজে একের পর এক দুর্দান্ত চরিত্রে অভিনয় করে তরুণদের প্রিয় তারকা বনে গেছেন ২৮ বছর বয়সী এই অভিনেত্রী। নতুন খবর, এচইবিওর বহুল চর্চিত সিরিজ ‘দ্য লাস্ট অব আস’-এর দ্বিতীয় মৌসুমে দেখা যাবে ডেভারকে। আগামী ১৩ এপ্রিল মুক্তির অপেক্ষায় থাকা সিরিজটিতে অ্যাবি চরিত্রে অভিনয় করেছেন তিনি।

২০১০ সালের সিরিজ ‘জাস্টিফায়েড’ দিয়ে প্রথম নজর কাড়েন ডেভার। এরপর একে একে করেছেন ‘আনবিলিভেবল’, ‘ডোপসিক’-এর মতো আলোচিত সিরিজে। সবশেষ চলতি বছর অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে খ্যাতি আরও ছড়িয়ে পড়েছে।

কেইটলিন ডেভার। ছবি: এএফপি

অস্ট্রেলিয়ান ইনফ্লুয়েন্সার বেল গিবসনের নাম অনেকে শুনে থাকবেন। অনুসারীদের কাছে বেল ছিলেন ‘স্বাস্থ্য সুরক্ষার গুরু’। যেকোনো অসুখের বিকল্প চিকিৎসা, স্বাস্থ্যকর খাবারসহ জীবনযাপন নিয়ে পরামর্শ দিতেন তিনি। এই বেল একবার দাবি করেন, ব্রেন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তিনি। শুরুতে কেমোথেরাপি নেন, পরে রেডিওথেরাপি; কোনোটিই কাজে আসেনি। পরে প্রাকৃতিক ও বিকল্প ওষুধ, ডায়েট, ব্যায়ামের মধ্যমে ক্যানসারমুক্ত হয়েছেন। স্বভাবতই অস্ট্রেলিয়াজুড়ে তোলপাড় শুরু হয়ে যায়।

তাঁর বিকল্প জীবনধারা নিয়ে আগ্রহী হয়ে ওঠেন সবাই। হাজারো ক্যানসার রোগী তাঁর সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু ২০১৫ সালের মাঝামাঝি জানা যায়, বেলের সব দাবি ভুয়া। তিনি আসলে প্রতারক। অর্থ আর খ্যাতির লোভে এমন সংবেদনশীল বিষয় নিয়েও মিথ্যা দাবি করেন তিনি। পরে বেনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়, করা হয় মোটা অঙ্কের জরিমানা। আলোচিত এ ঘটনা নিয়েই নির্মিত হয়েছে অ্যাপেল সিডার ভিনেগার।

‘দ্য লাস্ট অব আস ২’–এ কেইটলিন ডেভার। আইএমডিবি

নেটফ্লিক্সের সিরিজটিতে বেল গিবসনের চরিত্রে অভিনয় করেছেন ডেভার। তরুণ এই অভিনেত্রী ভ্যারাইটিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘অ্যাপল সিডার ভিনেগার’-এর পর ‘দ্য লাস্ট অব আস ২’-এর অ্যাবি চরিত্রটি তাঁর ক্যারিয়ার এক ধাপ এগিয়ে দেবে।
তবে সিরিজটিতে ডেভার অভিনয় করছেন, এমন খবর চাউর হওয়ার পরই বিতর্কের মুখে পড়েছেন তিনি। দ্য লাস্ট অব আস নির্মিত হয়েছে জনপ্রিয় ভিডিও গেম থেকে।

ভিডিও গেম-এ অ্যাবি চরিত্রটিকে নিয়ে নানা সমালোচনা আছে। সেই চরিত্রে প্রিয় অভিনেত্রীকে মানতে পারছেন না ডেভারের ভক্তরা। এ জন্য তাঁর মৃত্যুর হুমকি পর্যন্ত এসেছে, বাড়ানো হয়েছে তাঁর নিরাপত্তা। তবে ডেভার এসব পাত্তা দিতে চান না। সাউথ বাই সাউথওয়েস্ট উৎসবে স্ক্রিন র‍্যান্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এসব (বিতর্ক) আমি জানি, আপনি চাইলেও অন্তর্জালে কী চলছে, সেটা না জেনে থাকতে পারবেন না। তবে আমার জন্য এই সিরিজের অংশ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেওয়া কঠিন ছিল। আমি কেবল আবার কাজ নিয়েই ভাবছি। দুর্দান্ত সব সহশিল্পী পেয়েছি, আশা করি উপভোগ্য একটা মৌসুম হবে।’

আরও পড়ুন

১৩ এপ্রিল মুক্তি পাবে ‘দ্য লাস্ট অব আস ২’-এর প্রথম পর্ব। আগামী ২৫ মে পর্যন্ত বাকি পর্বগুলো সপ্তাহান্তে মুক্তি পাবে।