চলে গেলেন ‘ব্রুকলিন নাইন-নাইন’ অভিনেতা

আন্ড্রে ব্রাওয়ারছবি: রয়টার্স

‘ব্রুকলিন নাইন–নাইন’, ‘হোমিসাইড: লাইফ অন দ্য স্ট্রিট’–এর মতো টিভি ধারাবাহিকে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া যুক্তরাষ্ট্রের অভিনেতা আন্ড্রে ব্রাওয়ার মারা গেছেন। গতকাল তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। তাঁর বয়স হয়েছিল ৬১ বছর।
১৯৯৮ সালে ‘হোমিসাইড: লাইফ অন দ্য স্ট্রিট’ ও ২০০৬ সালে মিনি সিরিজ ‘থিফ’–এ অভিনয়ের জন্য দুইবার এমি পুরস্কার জিতেছেন আন্ড্রে ব্রাওয়ার। ক্যারিয়ারজুড়ে মনোনয়ন পেয়েছেন ১১ বার।

টিভি ও সিনেমা—দুই মাধ্যমে সমানতালে কাজ করেছেন আন্ড্রে ব্রাওয়ার। ১৯৮৯ সালে ‘দ্য গ্লোরি’ সিনেমা দিয়ে অভিনয়ে নাম লেখান তিনি। চার দশকের ক্যারিয়ারে ‘সিটি অব অ্যাঞ্জেলস’, ‘ফ্রিকোয়েন্স’, ‘ডুয়েটস’, ‘সল্ট’সহ বেশ কয়েকটি সিনেমায় পাওয়া গেছে তাঁকে।

কমেডি ধারাবাহিক ‘ব্রুকলিন নাইন–নাইন’–এ রেমন্ড হল্ট চরিতে অভিনয়ের জন্য দর্শকের হৃদয়ে অমলিন থাকবেন আন্ড্রে ব্রাওয়ার। এটি ছাড়া ‘গুড ফাইট’, ‘দ্য প্র্যাকটিস’সহ বহু টিভি ধারাবাহিকে পাওয়া গেছে তাঁকে।
সম্প্রতি ‘শি সেইড’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন আন্ড্রে ব্রাওয়ার। এতে নিউইয়র্ক টাইমসের ব্যবস্থাপনা সম্পাদক চরিত্রে অভিনয় করেছেন তিনি।

১৯৬২ সালের ১ জুলাই শিকাগোয় জন্মগ্রহণ করেন আন্ড্রে ব্রাওয়ার। তিনি বৃত্তি নিয়ে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে থিয়েটারের ওপর পড়াশোনা করেছেন।

আরও পড়ুন