যুক্তরাষ্ট্রের মেয়ে ও রাশিয়ার ছেলের প্রেম-বিচ্ছেদের গল্পটি এখনো আলোচনায়

ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি) বিশ্বের সবচেয়ে বড় অনলাইন চলচ্চিত্রের তথ্যভান্ডার। এখান থেকে জানা যায় বিশ্বের কোন সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহ বেশি। আইএমডিবি নিয়মিত সপ্তাহের জনপ্রিয়তায় থাকা সিনেমার তালিকা তৈরি করে। সেখানে এখনো আলোচনায় রয়েছে গত বছরের সাড়া জাগানো যুক্তরাষ্ট্রের তরুণী ও রাশিয়ার তরুণের প্রেম-বিচ্ছেদের গল্প ‘অ্যানোরা’। এ ছাড়া দর্শকদের পছন্দের তালিকায় কোন সিনেমা–সিরিজ রয়েছে,দেখে নিতে পারেন।
১ / ৫
সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘অ্যাডোলসেন্স’ মিনি সিরিজ। সিরিজটি আইএমডিবি রেটিং ৮.৪। দর্শকেরা সাইকোলজিক্যাল ড্রামা নিয়েই বেশি কথা বলছেন। ৫০ হাজার দর্শক এটিকে ওয়াচ লিস্টে রেখেছেন।
ছবি: আইএমডিবি
২ / ৫
বৈজ্ঞানিক কল্পকাহিনি ও অ্যাডভেঞ্চার ঘরানার ডার্ক কমেডি সিনেমা ‘মিকি সেভেনটিন’ এখনো আলোচনায় রয়েছে। কোরিয়ার বিখ্যাত পরিচালক বং জো হো এটি পরিচালনা করেছেন। বরফসমৃদ্ধ একটি প্ল্যানেটে যাওয়ার দুঃসাহসিক অভিযানের গল্প নিয়েই এই সিনেমা।
ছবি: আইএমডিবি
৩ / ৫
রাশিয়ার ধনকুবের যুক্তরাষ্ট্রে এসে ব্রুকলিনের এক এসকর্ট গার্লের প্রেমে পড়ে। পরে অল্প সময়ের মধ্যেই রাশিয়ার তরুণটি ‘অ্যানোরা’ নামের এই মেয়েকে প্রেমের প্রস্তাব দেয়। হঠাৎ তারা বিয়েও করে। ঘটনা জেনে যায় রাশিয়ার প্রভাবশালী পরিবারটি। এই বিয়ের বিচ্ছেদ ঘিরেই গল্পটি। শন বেকারের সিনেমা ‘অ্যানোরা’ এখনো দর্শক দেখছেন। সিনেমাটি ৫টি শাখায় এবার অস্কার পেয়েছে।
ছবি: আইএমডিবি
৪ / ৫
অ্যানিমেশন সিরিজ ‘ইনভিনসিবল’ এখনো আলোচনায় রয়েছে। এটি ফেব্রুয়ারিতে অ্যামাজনে মুক্তি পায়। এর আইএমডিবি রেটিং ৮.৭।
ছবি: আইএমডিবি
৫ / ৫
ক্রিস্টোফার নোলানের ২০১৪ সালের সিনেমা ‘ইন্টারস্টেলার’ আইএমডিবিতে দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে। সিনেমাটি সম্প্রতি নতুন করে মুক্তি পাওয়ার কারণে আলোচিত হয়েছে।
ছবি: আইএমডিবি