৬৭৭তম থেকে জনপ্রিয়তার তালিকায় ১ নম্বরে, কে এই অভিনেতা

ডেভিড কোরেন্সওয়েট। ছবি: আইএমডিবি

বছরের প্রায় সময়ই তারকাদের মধ্যে জনপ্রিয়তার একটি তালিকা তৈরি করে ইন্টারনেট মুভি ডেটাবেজ বা আইএমডিবি। যেসব তারকাকে নিয়ে বেশি কথা হয়, যাঁদের নিয়ে ভক্তদের তুমুল আগ্রহ থাকে, তাঁরাই মূলত এই তালিকায় এগিয়ে থাকেন। এমন একটি তালিকায় এবার হঠাৎ ৬৭৭তম অবস্থান থেকে শীর্ষে জায়গা করে নিয়েছেন তরুণ অভিনেতা ডেভিড কোরেন্সওয়েট। কে এই অভিনেতা?

‘ সুপারম্যান’ চরিত্রে ডেভিড কোরেন্সওয়েট। ছবি: আইএমডিবি

এই হলিউড অভিনেতা কয়েক মাস আগেও এতটা জনপ্রিয় ছিলেন না। হঠাৎ এ বছর ওয়ার্নার ব্রস ও ডিসি স্টুডিওর মতো প্রযোজনা প্রতিষ্ঠান ঘোষণা করে তাদের পরবর্তী সিনেমা ‘সুপারম্যান’-এর নাম। তখনই জানা যায় এই সিনেমায় প্রধান চরিত্রে নাম লিখিয়েছেন হলিউডের প্রথম সারির কেউ নন, তরুণ অভিনেতা ডেভিড। কে এই ডেভিড? শুরু হয় খোঁজ। এভাবেই আলোচনায় চলে আসেন তিনি।

কে এই ডেভিড কোরেন্সওয়েট? যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় ১৯৯৩ সালে তাঁর জন্ম। শৈশব থেকেই অভিনয়ের দিকে ঝোঁক ছিল। শৈশবে বাবার সঙ্গে মঞ্চে অভিনয় করেছেন। সেখান থেকেই অভিনয়ের প্রতি ভালোবাসা জন্মে। অভিনয়ের ফাঁকেই চারুকলায় পড়াশোনা করতে থাকেন। পড়াশোনা শেষ করে অভিনয়ে নিয়মিত হন।

ডেভিড কোরেন্সওয়েট। ছবি: আইএমডিবি

একটু একটু করে ক্যারিয়ার এগিয়ে নেন। প্রথম ‘অপারেশন অথেলো’ টিভি সিনেমায় অভিনয় করেন। পরে ‘ফলোয়িং চেজ’ স্বল্পদৈর্ঘ্য সিনেমায় নাম লেখান ২০১১ সালে।
সবশেষ তাঁকে দেখা গেছে মিনি সিরিজ ‘লেডি ইন দ্য লেক’-এ। তবে দুই বছর আগে তিনি ‘পার্ল’ সিনেমায় অভিনয় করে বেশি পরিচিতি পান। এর আগে ‘দ্য পলিটিশিয়ান’, ‘উই ওউন দিস সিটি’ সিরিজেও অভিনয় করেছিলেন।

‘সুপারম্যান’ সিনেমার প্রধান চরিত্রের অভিনেতা হিসেবে নাম ঘোষণা হলে ভক্তদের কাছে নতুন করে আলোচনায় আসেন তিনি। স্বপ্নপূরণ হয় এই অভিনেতার। কারণ, ২০১৯ সালে এই অভিনেতা এন্টারটেইনমেন্ট উইকলিতে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি ‘সুপারম্যান’ হতে চান।

‘দ্য গ্রেটেস্ট হিটস’ সিনেমার দৃশ্যে সহঅভিনেত্রীর সঙ্গে ডেভিড কোরেন্সওয়েট। ছবি: আইএমডিবি

‘সুপারম্যান’ সিনেমাটি পরিচালনা করেছেন আরেক জনপ্রিয় পরিচালক জেমস গান। সিনেমাটির শুটিং শেষ হয়েছে। এখন পোস্ট প্রোডাকশন চলছে। সিনেমাটি ২০২৫ সালের ১১ জুলাই মুক্তি পাবে। ইতিমধ্যে সুপারহিরো, অ্যাকশন, অ্যাডভেঞ্চার, ফ্যান্টাসি ও সায়েন্স ফিকশন ঘরানার সিনেমাটি দেখার জন্য প্রায় এক লাখ দর্শক এটিকে আগেই তাঁদের পছন্দের তালিকায় (ওয়াচলিস্ট) রেখেছেন। তথ্য: আইএমডিবি

আরও পড়ুন