যে কারণে বছরটা ভুলতে চাইবেন

মার্গট রবি
ইনস্টাগ্রাম

২০১৭ সালে টাইম সাময়িকীর ১০০ প্রেরণাদায়ী ব্যক্তিত্বের তালিকায় জায়গা পান তিনি। ২০১৯ সালে ফোর্বস সাময়িকীর জরিপে হন দুনিয়ার সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন। সব মিলিয়ে দারুণ সময় কাটাচ্ছিলেন মার্গট রবি। তুলনায় চলতি বছরটা তাঁর ভীষণই বাজে কেটেছে। সেটা এতটাই যে ২০২২ সালটাকে ভুলেই যেতে চাইবেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী।

‘ব্যাবিলন’–এর প্রিমিয়ারে মার্গট রবি
রয়টার্স

চলতি বছর মুক্তি পায় মার্গট রবির ‘আমস্টারডাম’। ডেভিড ও. রাসেলের ছবিটিতে রবি ছাড়াও ছিলেন ক্রিশ্চিয়ান বেল, জন ডেভিড ওয়াশিংটন, ক্রিস রক, আনা টেইলর-জয়, জোয়ি সালদানার মতো তারকা। কিন্তু তাতে কি, আট কোটি ডলারে নির্মিত সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। টেনেটুনে ঘরে তুলতে পেরেছে মোটে তিন কোটি ডলার।

অস্ট্রেলিয়ান অভিনেত্রী মার্গট রবি

বছর দুই আগেই নিশ্চিত করা হয় ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর স্পিন-অফ ছবিতে অভিনয় করবেন মার্গট রবি। সেটিও ভেস্তে গেছে। চলতি বছর অভিনেত্রী নিজেই জানান, সিনেমাটি আর হচ্ছে না। তবে বড় এই প্রজেক্ট বাতিল হলেও তিনি আশায় বুক বেঁধে ছিলেন ‘ব্যাবিলন’ নিয়ে। ড্যামিয়েন শ্যাজেল পরিচালিত ছবিটি মুক্তি পেয়েছে বড়দিনের উৎসবে। মাত্র কয়েক দিন গেছে বটে কিন্তু বক্স অফিসে ছবিটির ব্যবসা দেখে বেশির ভাগ বিশ্লেষকই রায় দিয়েছেন, নিশ্চিতভাবেই ফ্লপ করতে যাচ্ছে সিনেমাটি। যদিও গোল্ডেন গ্লোব, ক্রিটিকস চয়েজসহ বড় পুরস্কারগুলোয় অনেকগুলো মনোনয়ন বাগিয়েছে ‘ব্যাবিলন’।

‘ব্যাবিলন’ সিনেমার দৃশ্য
ছবি : সংগৃহীত

আগের ‘আমস্টারডাম’-এর মতো এটিও তারকাবহুল, রবি ছাড়াও ছবিতে আছেন ব্র্যাড পিট, দিয়েগো কালবা, জিন স্মার্ট প্রমুখ।

রবিকে এখন তাকিয়ে থাকতে হবে আগামী বছরের দিকে। ২০২৩ সালে মুক্তি পাবে তাঁর আরও দুই বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাস্টেরয়েড সিটি’ ও ‘বার্বি’। প্রথমটির পরিচালক ওয়েস অ্যান্ডারসন; রবির সহ-অভিনেতাদের মধ্যে আছেন টম হ্যাংকস, স্টিভ ক্যারেল, স্কারলেট জোহানসন, এডওয়ার্ড নরটনের মতো অভিনেতারা। আর গ্রেটা গারউইগের ‘বার্বি’তে আছেন রায়ান গসলিং, সিমু লিউ, উইল ফারেল প্রমুখ।

আরও পড়ুন
আরও পড়ুন