বুলেট ট্রেনে হঠাৎ হাজির ৫ আততায়ী...
জাপানের টোকিও থেকে মরিওকা পর্যন্ত চলা একটি বুলেট ট্রেনে হাজির হয় পাঁচ ভাড়াটে খুনি। সবাই ব্যস্ত যার যার মিশন বাস্তবায়নে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে বোঝা যায়, পাঁচজনের কাজ পরস্পরের সঙ্গে জড়িত। তখনই বাধে তুলকালাম। এমন গল্প নিয়েই ‘ডেড পুল টু’, ‘ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস’খ্যাত ডেভিড লিচের নতুন ছবি ‘বুলেট ট্রেন’। ডেভিড লিচের ছবি—ছবিটি নিয়ে সিনেমাপ্রেমীদের ব্যাপক আগ্রহের অন্যতম কারণ এটি। আরেকটি কারণ অবশ্যই ছবিতে ব্রাড পিটের উপস্থিতি। পাঁচ আততায়ীর একজন তিনি।
‘অ্যাড অস্ট্রা’র তিন বছর পর ব্রাডকে দেখতে বলা যায় মুখিয়ে আছেন দর্শক। এর মধ্যে কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন ক্যারিয়ারের শেষ পর্যায়ে আছেন তিনি। মাঝে ‘দ্য লস্ট সিটি’তে দেখা গেলেও সেভাবে নজর কাড়তে পারেননি। ৫ আগস্ট যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে ‘বুলেট ট্রেন’। একই দিনে রাজধানীর স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেয়েছে ছবিটি। জাপানি উপন্যাস ‘মারিয়া বিটল্’ অবলম্বনে নির্মিত হয়েছে এই ছবি।
শুরুতে পুরোমাত্রায় অ্যাকশন থ্রিলার ঘরানার ছবি হওয়ার কথা ছিল ‘বুলেট ট্রেন’। যেখানে অনেক সহিংস দৃশ্য রাখার পরিকল্পনা ছিল। কিন্তু পরে খোলনলচে বদলে হয়ে উঠেছে অ্যাকশন-কমেডি। বদল হয়েছে আরও। ছবিতে থাকার কথা ছিল গায়িকা অভিনেত্রী লেডি গাগার। কিন্তু ‘হাউস অব গুচি’তে অভিনয়ের জন্য বুলেট ট্রেন ছাড়েন তিনি। পরে তাঁর চরিত্রে অভিনয় করেন সান্ড্রা বুলক। এই দুই তারকা ছাড়াও ছবিতে আছেন জোয়ি কিং, অ্যারন টেইলর-জনসন, মাইকেল শ্যানন, লোগান লরম্যান, মাসি ওকা ও অ্যান্ড্রু কোজি। ছবিতে নিজের স্টান্টের ৯৬ শতাংশ নিজেই করেছেন ব্রাড পিট। শোনা যাচ্ছে ছবিতে অভিনয়ের জন্য ২০ মিলিয়ন ডলার পারিশ্রমিক নিয়েছেন অভিনেতা।
২০২০ সালের ১৬ নভেম্বর শুটিং শুরুর পর শেষ হয় গত বছরের মার্চে। মুক্তির তারিখও বারবার বদল হয়েছে ছবিটির। প্রথমে চলতি বছরের ৮ এপ্রিল, এরপর ১৫ জুলাই মুক্তি পাওয়ার কথা ছিল ‘বুলেট ট্রেন’। সেটা তো হয়নি বরং পরের নির্ধারিত তারিখ ২৯ জুলাইও মুক্তি পায়নি। নানা নাটকীয়তার পর অবশেষে গত শুক্রবার থেকে ছবিটি দেখতে পারছেন সারা বিশ্বের দর্শক। মুক্তির পর সমালোচকদের কাছ থেকে তেমন প্রশংসা পায়নি ‘বুলেট ট্রেন’। তাতে কি বক্স অফিসে বাজিমাত করেছে ছবিটি। এএফপি জানিয়েছে, মুক্তির পর প্রথম উইকেন্ডে উত্তর আমেরিকায় ৩০.১ মিলিয়ন ডলার ব্যবসা করেছে ছবিটি। ‘বুলেট ট্রেন’ যে চলতি সপ্তাহে টপ চার্টের শীর্ষে আছে বলা বাহুল্য।