হরর সিনেমায় অভিনয় করে আলোচিত, তরুণ এই অভিনেত্রীকে চেনেন কি
‘আমি এমন চরিত্র করতে চাই, যেগুলো একটি অন্যটির চেয়ে একেবারেই আলাদা। এমনভাবে পর্দায় হাজির হতে চাই যেন নিজেকে নিজেই চিনতে না পারি। অভিনয় আমার প্যাশন, পারিশ্রমিক কোনো বিষয়ই নয়। আমি চাই নির্মাতারা আমাকে এমন চরিত্র দিন যেন রাতের পর রাত নির্ঘুম কাটে,’ চলতি বছরের শুরুর দিকে চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম ভ্যারাইটিকে বলেন সোফি থ্যাচার।
বয়স মোটে ২৪, এরই মধ্যে একের পর সমালোচক প্রশংসিত সিনেমার অভিনেত্রী তিনি, এই প্রজন্মের তরুণদের মধ্যে তাঁর আলাদা ভক্তশ্রেণিও তৈরি হয়েছে। এখন ‘কম্প্যানিয়ন’ দিয়ে আলোচনায় সোফি। অল্প বাজেটের সিনেমাটি গত ৩১ জানুয়ারি মুক্তির পর ব্যবসায়িক সাফল্য আর সমালোচকদের ভূয়সী প্রশংসা—দুই–ই পেয়েছে।
সোফির ক্যারিয়ার বেশি দিনের নয়। ২০১৮ সালে সায়েন্স ফিকশন সিনেমা প্রসপেক্ট দিয়ে শুরু। গত সাত বছরে তাঁর কাজগুলো বিশ্লেষণ করে বেশ কিছু বৈশিষ্ট্য চোখে পড়ে। সোফির করা প্রায় সব সিনেমাই অল্প বাজেটে নির্মিত ইনডিপেনডেন্ট সিনেমা। হরর, সায়েন্স ফিকশন বা ডার্ক ঘরানার কাজেই মূলত দেখা গেছে তাঁকে। সর্বশেষ আলোচিত ‘কম্প্যানিয়ন’ও ব্ল্যাক কমেডি, সায়েন্স ফিকশন।
সোফি তরুণদের কাছে আলোচিত হন কোভিডের সময়, ২০২১ সালে মুক্তি পাওয়া হরর সিরিজ ইয়েলোজ্যাকেটস তাঁকে ‘হরর-কন্যা’ পরিচিত দেয়। ২০২৩ সালে মুক্তি পাওয়া সোফির আরেক সিনেমা ‘দ্য বোগিম্যান’ও ছিল হরর। সিনেমাটির লেখক ছিলেন স্কট বেক ও ব্রায়ান উডস। এই লেখক-নির্মাতা জুটির পরিচালনায় গত বছর হেরেটিক সিনেমায়ও অভিনয় করেন সোফি। বলাই বাহুল্য, এটিও হরর ঘরানার।
এ পর্যন্ত সোফির পরিচিতি হরর সিনেমা দিয়েই। তবে সোফি মনে করেন, জাতে হরর হলেও প্রতিটি সিনেমাই আলাদা, তাঁর অভিনীত চরিত্রগুলোও ভিন্ন। এ প্রসঙ্গে টিন ভোগ সাময়িকীকে তিনি বলেন, ‘সিনেমায় আমার ক্যারিয়ার তো সবে শুরু হলো, এখনই এ ধরনের তকমা (হরর-কন্যা) গায়ে জড়াতে চাই না। তবে কয়েক বছর ধরেই বিশ্বজুড়ে হরর কনটেন্টের উত্থান হয়েছে, বিশেষ করে তরুণেরা এ ধরনের সিনেমা ও সিরিজ পছন্দ করেছে। তাই এ ধরনের সিনেমার অভিনেত্রী হিসেবে আলাদা পরিচিতি পেয়ে খুব একটা খারাপ লাগছে না।’
অভিনয়ের বাইরে সোফি গান করেন, গত বছরই প্রকাশ করেছেন নিজের প্রথম এপি। এ ছাড়া বলা যায়, ২৪ ঘণ্টাই অন্তর্জালে ডুবে থাকেন। নানা ধরনের মানুষের সঙ্গে পরিচয় হয়, রিলস আর শর্টস দেখেন। এটা এই প্রজন্মের তরুণদের চাহিদা সম্পর্কে সোফিকে ধারণা দেয়। অভিনেত্রী মনে করেন, ইন্টারনেট–দুনিয়ার এই অভিজ্ঞতা তাঁর অভিনয়েও সাহায্য করে।