শরীরে এক শ ট্যাটু, সাইরাসের ট্যাটুতে কার ছবি, কী লেখা
যেন ট্যাটুর বিশাল এক ‘সংগ্রহ’ নিয়ে ঘুরে বেড়ান অভিনেত্রী ও গায়িকা মাইলি সাইরাস। গ্র্যামিজয়ী এই তারকার হাতে, পায়ে, কানে, মুখে, ঘাড়ে, পিঠেসহ শরীরের প্রায় সব জায়গায় ট্যাটু রয়েছে। ২০০৯ সালে শরীরে প্রথম ট্যাটু করা শুরু করেন। তার পর থেকে আর থামেননি। বিভিন্ন সময় এই জনপ্রিয় তারকা জানিয়েছেন, প্রায় শতাধিক ট্যাটু রয়েছে তাঁর সঙ্গে। তাঁর মতে, এসব নিছক কোনো ট্যাটু নয়। এর পেছনে রয়েছে প্রতিবাদ, ভালোবাসা, স্বাধীনতাসহ নানা প্রতীকী চিত্র। আজ এই তারকার জন্মদিন। পছন্দের তারকার বিশেষ দিনে ছবিতে দেখে নিতে পারেন ট্যাটুতে কী লিখেছেন তিনি।
১ / ১১
২ / ১১
৩ / ১১
৪ / ১১
৫ / ১১
৬ / ১১
৭ / ১১
৮ / ১১
৯ / ১১
১০ / ১১