বাফটায় বাজিমাত করলেন কোন তারকারা

পুরস্কার হাতে অ্যাড্রিয়েন ব্রডি ও মাইকি ম্যাডিসন। এএফপি

গতকাল রাতে লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে বসেছিল ৭৮তম ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের (বাফটা) আসর। এবারের আসর সঞ্চালনা করেন ডেভিড টেনান্ট। ৭৮তম বাফটায় সর্বোচ্চ ১২টি মনোনয়ন পেয়েছিল ‘কনক্লেভ’। শেষ পর্যন্ত পুরস্কারে বাজিমাত করল কোন সিনেমা? জেনে নেওয়া যাক এএফপি, ভ্যারাইটি অবলম্বনে।

সেরা সিনেমা
‘আনোরা’, ‘দ্য ব্রুটালিস্ট’, ‘আ কমপ্লিট আননোন’, কে জিতবে পুরস্কার, এটা নিয়ে কৌতূহল ছিল। অনেকে আবার এগিয়ে রেখেছিলেন জ্যাক অঁদিয়ারের বহুল চর্চিত সিনেমা ‘এমিলিয়া পেরেজ’কে।

‘কনক্লেভ’–এর দৃশ্য। আইএমডিবি

কিন্তু শেষ পর্যন্ত সেরা ছবির পুরস্কার জিতেছে ‘কনক্লেভ’। এডওয়ার্ড বার্গারের সিনেমাটি তৈরি হয়েছে ২০১৬ সালে প্রকাশিত রবার্ট হ্যারিসের একই নামের উপন্যাস অবলম্বনে।

সেরা পরিচালক
হাঙ্গেরির গণহত্যা থেকে বেঁচে যাওয়া এক তরুণ স্থপতির গল্প নিয়ে ‘দ্য ব্রুটালিস্ট’। এর আগে গোল্ডেন গ্লোবে পুরস্কার জিতে নির্মাতা বলেছিলেন, ‘ইতিহাস খুঁড়ে কেউ আমাকে সেই ১৯৪০ সালের গল্প তুলে আনতে বলেনি; বরং বলা হয়েছিল, সাড়ে তিন ঘণ্টার এ ছবি কেউ দেখতে আসবে না।’

‘দ্য ব্রুটালিস্ট’–এর দৃশ্য। আইএমডিবি

সেরা অভিনেতা
‘দ্য ব্রুটালিস্ট’-এ অভিনয় করে সেরা অভিনেতা হয়েছেন অ্যাড্রিয়েন ব্রডি। ২০০২ সালে ‘দ্য পিয়ানিস্ট’-এর জন্য ২৯ বছর বয়সে সর্বকনিষ্ঠ অভিনেতা হিসেবে অস্কার জেতেন ব্রডি। এরপর সাম্প্রতিক সময়ে বলার মতো তেমন কোনো কাজ নেই। এ সিনেমা দিয়ে সেরা অভিনেতার পুরস্কার জেতা ব্রডির জন্যও তাই অন্য রকম ফেরা। ‘দ্য ব্রুটালিস্ট’-এর মতো রোমান পোলানস্কির সে ছবিতেও এক ইহুদির চরিত্রের অভিনয় করেছিলেন, যে গণহত্যা থেকে বাঁচার চেষ্টা করছে!

সেরা অভিনেত্রী
গত বছর কানে স্বর্ণপাম জেতে শন বেকারের ‘আনোরা’। এক স্ট্রিপ ড্যান্সার ও রাশিয়ান গ্যাংস্টারের সন্তানের প্রেমের গল্প নিয়ে নির্মিত সিনেমাটির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সমালোচকেরা। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করে চমকে দিয়েছিলেন তরুণ মার্কিন অভিনেত্রী মাইকি ম্যাডিসন। তিনি এবার বাফটায় সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন।

‘আনোরা’ সিনেমার দৃশ্য
আইএমডিবি

সেরা অ্যানিমেশন সিনেমা
মনোনীত সিনেমার মধ্যে ‘ফ্লো’, ‘ইনসাইড আউট ২’, ‘দ্য ওয়াইল্ড রোবট’ থাকলেও শেষ পর্যন্ত পুরস্কার জিতেছে ‘ওয়ালেন্স অ্যান্ড গ্রোমিট: ভেনজেন্স মোস্ট ফাউল’ সিনেমাটি। ছবিটি নির্মাণ করেছেন নিক পার্ক ও মার্লিন ক্রোসিংহাম।

সেরা তথ্যচিত্র
ক্রিস্টোফার রিফ ছিলেন মার্কিন অভিনেতা, চিত্রনাট্যকার ও পরিচালক। তিনি ডিসি কমিকের সুপারহিরো সুপারম্যান চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম চলচ্চিত্র ‘সুপারম্যান’-এ অভিনয় করে তিনি বাফটা পুরস্কার অর্জন করেন। ১৯৮৫ সালে এক দুর্ঘটনায় পক্ষাঘাতগ্রস্ত হওয়ার পর তিনি পক্ষাঘাতগ্রস্তদের অধিকার নিয়ে কাজ করেছেন। তাঁকে নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্র ‘সুপার/ ম্যান: দ্য ক্রিস্টোফার রিভ স্টোরি’। এ তথ্যচিত্রই বাফটায় সেরা তথ্যচিত্রের পুরস্কার জিতেছে।

সেরা অ-ইংরেজিভাষী সিনেমা
মেক্সিকোর কুখ্যাত এক মাদকসম্রাট ফন্দি করে, অস্ত্রোপচার করে নারীতে রূপান্তরিত হবে। এমন গল্প নিয়ে ফরাসি নির্মাতা জ্যাক অঁদিয়ার বানিয়েছেন ‘এমিলিয়া পেরেজ’। শুরুতে তত আলোচনা না হলেও গত বছর কান উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়ার পর থেকেই ছবিটি নিয়ে আগ্রহ তৈরি হয়। চলতি বছর গোল্ডেন গ্লোবে সর্বোচ্চ চার পুরস্কার জিতেছে ‘এমিলিয়া পেরেজ’। বাফটায় সিনেমাটি জিতেছে সেরা অ-ইংরেজিভাষী সিনেমার পুরস্কার।

আরও পড়ুন

সর্বোচ্চ পুরস্কার
মনোনয়নের মতো মূল আসরেও সর্বোচ্চ চারটি পুরস্কার জিতেছে ‘কনক্লেভ’ সিনেমাটি। এ ছাড়া ‘দ্য ব্রুটালিস্ট’ও চারটি পুরস্কার জিতেছে।